মতিউর রহমান নিজামীর ফাঁসির নিন্দা জানাল ইরানের ইসলামি মাজহাব বিষয়ক বিশ্ব সংহতি সংস্থা

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ১৮ মে, ২০১৬, ০২:৪৯:২৩ দুপুর

পার্সটুডে , মে ১৭, ২০১৬ ,২১:২৩ , এশিয়া/ঢাকা:- ইরানের ইসলামি মাজহাব বিষয়ক বিশ্ব সংহতি সংস্থা বাংলাদেশের জামায়াতে ইসলামী দলের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে।



সংস্থাটি আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির ভিত্তিগুলো দুর্বল না করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের এই স্বায়ত্বশাসিত সংস্থা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে ‘মুসলিম উম্মাহর দেহে ক্ষত সৃষ্টি’ বলে অভিহিত করেছে।

ইরানের ইসলামি মাজহাব বিষয়ক বিশ্ব সংহতি সংস্থা’র এ সংক্রান্ত বিবৃতির হুবহু অনুবাদ পার্সটুডের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির খবর মুসলিম বিশ্বে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়কে বেদনা ভারাক্রান্ত করেছে।

জামায়াতে ইসলামী বহু বছর ধরে ইসলামী শিক্ষার পুনর্জাগরণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মহান ও পরোপকারী সংগঠনের নেতাকে ফাঁসি দেয়ার ঘটনা মুসলিম উম্মাহর দেহে ক্ষত সৃষ্টির সমতুল্য।"

ইসলামি মাজহাব বিষয়ক বিশ্ব সংহতি সংস্থা এই অন্যায় পদক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার দাওয়াতি সংস্থা হিসেবে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানাচ্ছে যে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জাতির মধ্যকার ঐক্য ও সংহতির ভিত্তিগুলো ইসলামের শত্রুদের স্বার্থে অনুকূলে দুর্বল করে দেবেন না; কারণ, মুসলমানদের মধ্যকার ঐক্য আজ তাকফিরি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনুচরদের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে।

বিশ্ব সংহতি সংস্থা এই যন্ত্রণাদায়ক ক্ষতির জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বাংলাদেশের সম্মানিত জনগণ ও মরহুমের (নিজামীর) পরিবারের প্রতি জানাচ্ছে শোক ও সমবেদনা।”#

পার্সটুডে/১৭

সোর্স্:http://parstoday.com/bn/news/world-i9604

বিষয়: আন্তর্জাতিক

১১১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369517
১৮ মে ২০১৬ রাত ০৯:৫১
হতভাগা লিখেছেন : ইরান তুরষ্ক - এরা ঐ দূরে থেকেই হাম তাম করতে পারবে । সামনে এলে হাসুবুর পেসে ডাক করে কুল পাবে না । মাঠ ছেড়ে পালাতে একটা বল ইচ্ছে করে গায়ে লাগিয়ে ছুতা বের করবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File