রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনবে না ইরান

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ১৬ মে, ২০১৬, ১১:১২:২৩ সকাল

রেডিও তেহরান;মে ১৬, ২০১৬;০১:০১; এশিয়া/ঢাকা:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, তার দেশ রাশিয়ার কাছে থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী নয়।



লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার শহীদ মুস্তাফা বদরুদ্দিনের স্মরণে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল দেহকান এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের চলমান উদ্বেগজনক নিরাপত্তার প্রসঙ্গ টেনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব চাইছে হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলন স্তব্ধ করে দিতে। তারা ইসলামের নামে এ অঞ্চলে অপরাধযজ্ঞ ও নিরাপরাধ মানুষ হত্যার জন্য সন্ত্রাসী ও চরমপন্থিদের পাঠিয়েছে। তিনি আরো বলেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে ইসলামের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত করা।#

বিষয়: আন্তর্জাতিক

৯৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369236
১৬ মে ২০১৬ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : মনে হয় আমেরিকার কাছ থেকে আরও ভাল অফার পেয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File