আসাদকে নির্দেশ দেয়ার মতো অবস্থায় নেই আমেরিকা: বিশ্লেষক
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ০৮ মে, ২০১৬, ১১:০০:৩৫ সকাল
রেডিও তেহরান,মে ০৭, ২০১৬,১৯:২১, এশিয়া/ঢাকা:“সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নির্দেশ দেয়ার মতো অবস্থায় নেই আমেরিকা। সিরিয়ার চলমান সমস্যা সমাধানের ক্ষমতাও নেই ওয়াশিংটনের হাতে। বরং এখন সময় সিরিয় ও রাশিয়া জোটের।” ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন, মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ক্যালিফোর্নিয়ার নৃবিজ্ঞানের অধ্যাপক ডেনিস এটলার।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতা ছাড়তে হবে; না হলে অন্য ব্যবস্থা নেবে আমেরিকা। তিনি সিরিয়ায় রাজনৈতিক উপায়ে ক্ষমতার পালাবদলের জন্য আগামী আগস্ট মাস পর্যন্ত সময় বেধে দিয়েছেন। কেরির এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ডেনিস এটলার প্রেস টিভির কাছে আমেরিকার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
সময়সীমা বেধে দয়া সম্পর্কে অধ্যাপক এটলার বলেন, বাস্তবতা হচ্ছে জন কেরির সময় এখন ফুরিয়ে আসছে। একইসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ও ফুরিয়ে আসছে। দিন যতই যাচ্ছে ততই তাদের কথা গুরুত্বহীন হয়ে পড়ছে। সে কারণে কেরির কথার বিশেষ গুরুত্ব আছে বলে মনে হয় না।#
বিষয়: আন্তর্জাতিক
৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন