ইসরাইলের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগী হব: সৌদি ঘোষণা ---------------- 'ইসরাইলকে পুরোপুরি ধ্বংসের ক্ষমতা রাখে হিজবুল্লাহ'

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ০৭ মে, ২০১৬, ০৫:৫৭:৫৩ বিকাল

ইসরাইলের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগী হব: সৌদি ঘোষণা



রেডিও তেহরান,মে ০৭, ২০১৬ ১৩:২৮,এশিয়া/ঢাকা:সাবেক সৌদি গোয়েন্দা প্রধান তুর্কি আল ফয়সাল বলেছেন, সৌদি সরকার ইসরাইলের সঙ্গে সব ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী।

তিনি গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইলের সাবেক মেজর জেনারেল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকোভ আমিদরোর-এর সঙ্গে ওয়াশিংটন ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সংলাপে এই মন্তব্য করেছেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এই সংলাপ।

ফয়সাল বলেছেন, ‘ইহুদিদের সম্পদ ও আরবের মগজের ক্ষমতা বা ব্রেইন পাওয়ার ব্যবহার করে নানা ক্ষেত্রে বহু সাফল্য অর্জন করা সম্ভব।’

আমিদরোর তার বক্তব্যে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। ইরান একটি পরমাণু বোমা তৈরির ক্ষমতা হয়তো অর্জন করে ফেলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

ইসরাইলের সাবেক মেজর জেনারেল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র-ক্ষমতাকে মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন, এই প্রতিরোধ আন্দোলনের হাতে রয়েছে এক লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র এবং সেগুলো ইসরাইলের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম।

উল্লেখ্য, আগে সৌদি শুরার সদস্য ও সাবেক জেনারেল আনোয়ার এশকিও কয়েকবার ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। #

-------------------------

'ইসরাইলকে পুরোপুরি ধ্বংসের ক্ষমতা রাখে হিজবুল্লাহ'



রেডিও তেহরান,মে ০৭, ২০১৬ ১২:৪১,এশিয়া/ঢাকা:লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেইখ নায়িম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার মত সামগ্রী বা উপায়-উপকরণ আমাদের হাতে রয়েছে।

হিজবুল্লাহ দখলদার ইসরাইলকে মোকাবেলার জন্য সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। বিশ্ব সংগ্রামী ওলামা ইউনিয়নের এক বৈঠকে শেইখ নায়িম কাসিম এসব কথা বলেছেন।

হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, আমরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত। সংগ্রামী মুজাহিদদের পবিত্র রক্তের সুবাদে লেবানন ও ফিলিস্তিনে ইসরাইল কখনও শান্তি আর স্থিতিশীলতা দেখতে পাবে না বলে তিনি মন্তব্য করেন।

হিজবুল্লাহর উপমহাসচিব ইহুদিবাদী ইসরাইলের প্রতি সৌদি সরকারের সেবাদাসত্বের নিন্দা জানিয়ে বলেছেন, সৌদি সরকার প্রকাশ্যেই ঘোষণা করেছে যে তারা ইসরাইলি পরিকল্পনার সমর্থক ও সহযোগী এবং তারা ফিলিস্তিনে ফিলিস্তিনি জনগণের ফিরে আসার এবং তাদের অধিকার ফিরিয়ে দেয়ার বিরোধী।

শেইখ নায়িম কাসিম ফিলিস্তিনে ইসরাইল ও ফিলিস্তিন নামক দুই রাষ্ট্র গড়ে তোলার আপোষ প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এই প্রস্তাব ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বকে বৈধতা দেবে। আমরা সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করব।

সৌদি সরকার গাজা ও পশ্চিম তীরের ওপর ফিলিস্তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠার বিনিময়ে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার একটি প্রস্তাব উত্থাপন করেছে প্রায় দুই দশক আগে। কিন্তু সংগ্রামী ফিলিস্তিনি দলগুলো ও ইসরাইল ওই প্রস্তাবে সাড়া দেয়নি।

হিজবুল্লাহর উপমহাসচিব আরও বলেন, বর্তমানে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে মুসলিম উম্মাহর বিরুদ্ধে হিংস্র পরিকল্পনা বাস্তবায়নের জন্য ময়দানে সক্রিয় রয়েছে মার্কিন সরকার, ইসরাইল এবং তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীরা। তিনি বলেন, এ অঞ্চলের সব যুদ্ধে লাভ হচ্ছে ইসরাইলের, আর সৌদি সরকারও ইসরাইল ও তাকফিরিদের সহায়তা দিচ্ছে।

বিষয়: আন্তর্জাতিক

৯৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368340
০৭ মে ২০১৬ রাত ১০:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সাব্বাস,, সৌদি আরব
368352
০৮ মে ২০১৬ রাত ১২:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এগুলো পালতু নিউজ, ইরানী শিয়াদের এই রেডিও তেহরান,হানিফ সংকেতের কাশেম টিভির মতই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File