ফিলিস্তিনিদের সমর্থন ইসলাম রক্ষারই নামান্তর: সর্বোচ্চ নেতা
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ০২ মে, ২০১৬, ০৫:০১:০৮ সকাল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া ইসলাম রক্ষারই নামান্তর। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান রামাদান আবদুল্লাহকে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন।
গতকাল (রোববার) তিনি একটি প্রতিনিধিদল নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এতে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়াকে দায়িত্ব মনে করে এবং ভবিষ্যতে সে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন রক্ষাকে ইরান পবিত্র দায়িত্ব বলেই মনে করে।
সর্বোচ্চ নেতা তার বক্তব্যের অন্য জায়গায় বলেন, মধ্যপ্রাচ্যের ওপর আধিপত্য ধরে রাখার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইসলামি ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, এ দৃষ্টিভঙ্গি থেকেই মধ্যপ্র্যাচের ঘটনাবলীকে দেখতে হবে। বৃহৎ পরিসরে এই কাঠামোর ভেতরে ফেলে ইরাক, সিরিয়া, লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই শুরু করেছে তারা।
সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তির কথা তুলে ধরে বলেন, ইহুদিবাদী ইসরাইল আগের চেয়ে হিজবুল্লাহকে এখন বেশি ভয় করে। এ সময় ইরানের সংগ্রামী পথ ও ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের অবৈধ নিষেধাজ্ঞার কথাও তুলে ধরেন তিনি।
ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য জিহাদ আন্দোলনের প্রধান ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইরান সম্পর্কে একটি অবাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছে আমেরিকা ও তার মিত্ররা।#
সোর্স:রেডিও তেহরান
বিষয়: আন্তর্জাতিক
৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন