ইসলাম গ্রহণের কথা ভাবছেন লিন্ডসে লোহান

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২৫ এপ্রিল, ২০১৬, ০৪:১০:৪৯ বিকাল

আবনা ডেস্ক,এপ্রিল ২৫, ২০১৬ : নিজ ধর্ম ত্যাগ করছেন হলিউডের বিতর্কের রানী লিন্ডসে লোহান- এমন গুঞ্জন অনেক আগে থেকেই চাউর ছিল। অবশ্য সে সব গুজব সৃষ্টির জন্য লোহানের কৃতকর্মই দায়ী ছিল। মাঝে মধ্যে তার কথাবার্তায়ও খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার ইঙ্গিত পাওয়া যেত। এবার সেই ইঙ্গিতটিই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে দাবি করছে কয়েকটি বিদেশী সংবাদমাধ্যম।



জার্মানির সংবাদমাধ্যম ডয়েসে বেলের বরাতে জানা যায়, নিজ ধর্ম ত্যাগ করার ব্যাপারে মন্তব্য করে লোহান বলেন, ‘খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলমান হওয়ার কথা ভাবছি আমি’।

পবিত্র কোরআন হাতে লিন্ডসেএর আগে ২০১৫ সালে একটি শিশুকেন্দ্রে ২৯ বছর বয়সী এ অভিনেত্রীকে পবিত্র কোরআন শরিফ বহন করতে দেখা গিয়েছিল। তখনি হলিউডপাড়ায় জোর গুঞ্জন উঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ তারকা।

তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, আগে থেকেই নিজের আধ্যাত্মিক ব্যাপারগুলোতে বেশ সচেতন থাকেন তিনি। বিভিন্ন ধর্ম নিয়ে রচিত বইগুলোও নিয়মিত অধ্যয়ন করেন বলে জানিয়েছেন।

সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে অতি সমালোচনার কারণে এ ধর্মটি সম্পর্কে তার মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হয়। কিছুদিন পড়াশোনার পর থেকেই ইসলামের প্রতি ঝুঁকে যান এ তারকা। ফলাফল খ্রিস্টান ক্যাথলিক ধর্ম ছেড়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সম্প্রতি ইসলাম ধর্মকে মার্কিনিদের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন লোহান।#

Source : Jugantor; News Code : 749699

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367043
২৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৮
হতভাগা লিখেছেন : বাহ! তাহলে তো ইসলাম ধর্ম অনেক টপে উঠে যাবে ।

মাইকেল জ্যাকসন , মাইক টাইসন , প্যারিস হিলটন ..... এদের মত বড় বড় সেলিব্রেটিরা ইসলাম গ্রহন করলে তাদের ফ্যানরাও তাদের অনুসরন করবে । তখন আমেরিকা , ইসরায়েল সহ অন্যনা দেশ মুসলমানদের তথা ইসলাম ধর্মকে নিয়ে আর কাব যাব করতে পারবে না , পারবে না । কি মজা ! কি মজা !
২৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪২
304572
শফিউর রহমান লিখেছেন : একজন মানুষ যে সত্য গ্রহণ করতে পারলো, এটাই বড় কথা। একজন মানুষ যে তার প্রকৃত মালিককে চিনতে পারলো, সেটাই বড় কথা। সে যে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় এলো, এটাই বড় কথা।

কি মজা! কি মজা!! বলে যা বলেছেন সেগুলো কোন বিষয়ই নয়।
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৮
304641
হতভাগা লিখেছেন : http://www.dailymail.co.uk/tvshowbiz/article-3080683/Lindsay-Lohan-turns-Islam-Trouble-actess-carries-Quran-steps-Brooklyn-court-ordered-community-service-children-s-center.html

উনি কাব্বালাহ ও বৌদ্ধ ধর্মের প্রতিও আগ্রহ দেখিয়েছেন ।

ক্বুরআন (বা হাতে) ধরাও কি তার সেরকম কিছু ?

367057
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১২
কুয়েত থেকে লিখেছেন : ইসলাম অর্থ আত্বসর্ম্পন মুসলিম অর্থ আত্বসর্ম্পনকারী। অর্থাৎ নিজেকে সর্ম্পূণ রুপে আল্লাহর কাছে আত্বসর্ম্পন করে দেওয়ার নামই হলো মুসলমান। আজ আমরা দেখছি অনেকেই মুসলমান হচ্ছে কিন্তু পরিবর্তন কিছুই হয়না। নিজেকে আল্লাহর রঙ্গে রঙ্গিন রকার নামই হছে মুসলিম। তবে কেউ যদি আপনার দাওয়াতে একজন মুসলমান হয় এটা দুনিয়ার সকল মেয়ামতের চেয়ে উত্তম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
304579
জ্ঞানের কথা লিখেছেন : লাল উঠের চেয়েও উত্তম।
367123
২৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৪
শেখের পোলা লিখেছেন : মাশাআল্লাহ, আল্লাহ যাকে পথ দেখায় সেই পথ পায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File