কূপমুন্ডুক ফতোয়াবাজ,ইসলামের লেবাসধারী শয়তান

লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ০৯ জানুয়ারি, ২০১৫, ০১:৫৯:৩৩ রাত

গ্রামের ছমির মিয়া এক ছেলে ও তিন মেয়ে রেখে হঠাৎ মারা যান । তিনি গরু ব্যবসা করতেন । মৃত্যুর সময় তার ঘরে সাতটি বলদ ছিলো। মেয়েরা তাদের ভাইকে  বলল,আমাদের একটা একটা করে তিনটা বলদ দাও বাকিগুলো তুমি নাও....

কিন্তু ছমির মিয়ার ছেলে আমিন মিয়া নতুন ফন্দি আঁটল। গ্রামের ছুক্কু মৌলবির কাছে গিয়ে বলল, "হুজুর একটা ব্যবস্থা করে দেন,আমার বোনারা যাতে গরু নিতে না পারে তার জন্যে একটা ফতোয়া দিয়ে দেন।" মৌলবির হাতে কিছু টাকা ধরিয়ে দিলো আমিন। মৌলবি বলল, "কাল বিকেলে তোমার বাড়িতে যাব সবাইকে থাকতে বলিও"

পরদিন হুজুর হাজির....

বড়বোন জাইতুন বিবি বলল, " হুজুর আপনি বলেন কোরআনে আছেনা যে বাবার সম্পত্তি ছেলেমেয়ে দুইজনেই পাবে, তা কমবেশী যাই হোক..??"

হুজুর বলল, না তোরা কিছু পাবি না...!! এরপর হুজুর সূরা আত্-ত্বীন তিলাওয়াত করে ব্যাখ্যা শুরু করলো... আল্লাহ বলেছেন 'অত্বিনি ওয়া জাইতুন' এর অর্থ কি জানিস ? জাইতুনরা তিন বোন । 'ওয়া তুরি সিনা' - আল্লাহ তোদের চেনে না,

'ওয়া হাজাল বালাদিল আমিন'- বলদ সব আমিনের

( নাউজুবিল্লাহ পড়া দরকার )

আমিন মিয়া কাঁদতে কাঁদতে বলল বোন যেহেতু কোরআনে লিখা আছে এসব না মেনে কি উপায় আছে?? আমিন মিয়া তিন বোনকে পাঁচশো করে টাকা দিয়ে দিলো, বোনেরা চোখ মুছতে মুছতে চলে গেল.....

গল্প হলেও সমাজে এমন ফতোয়াবাজ আর ইসলাম বিকৃতকারী মানুষের সংখ্যা একেবারেই নগণ্য নয় । ফতোয়া দিতে এখন আর আলেম হওয়া লাগেনা। কালকে একজনকে দেখলাম সূরা তওবার আলোকে  ৭ই মার্চের ভাষণকে বিশ্লেষণ করতে। এসব দেখলে ভয় লাগে, সেই ভয় আরো ঘনীভূত হয় যখন শুনি " ধর্মনিরপেক্ষতা পবিত্র কুরআনের শিক্ষা, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নয় তারা মুসলমান নয়। "

"কোরআন- হাদীসের দৃষ্টিতে জাতির পিতা....... খলিফাতুন মুসলিমিন " বইয়ে কথাগুলো লিখেছেন জনৈক লেখক। এসব দেখে নিজের মুসলমানিত্ব �যখন প্রশ্নবিদ্ধ তখন মনে চিন্তা আসে পরকালে কোরআনের অপব্যাখ্যাকারীদের চেহারাগুলো কেমন হবে...???

Sohan R Chowdhury

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299889
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২২
শেখের পোলা লিখেছেন : বুনো শুয়রের মত হতে পারে৷ ভারী চমৎার ফতোয়া৷
299902
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৭
এলিট লিখেছেন : ফাইজলামীর আর যায়গা পায় না। "ধর্ম নিরপেক্ষতা পবিত্র কুরআনের শিক্ষা।"। ইসলাম নাকি ধর্ম নিরপেক্ষতা শিখিয়েছে। ওরে, একটা ধর্ম কিভাবে ধর্ম নিরপেক্ষ হয় ? পড়ুন - ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় সম্প্রীতি এক নয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File