✍✍ কোচিংয়ের ঐ সুন্দর ভাইয়াগুলো থেকে সাবধান...!!!

লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ২৮ ডিসেম্বর, ২০১৪, ১১:৫৩:৪০ সকাল

নন্দলাল ( ছদ্মনাম ) স্বনামধন্য একটি মেডিকেলের ছাত্র,সেইসাথে একটি কোচিংয়ের সুপরিচিত একজন শিক্ষক। সুন্দর চেহারা আর বাকপটুতার কারণে স্টুডেন্টদের (বিশেষত মহিলা সমিতি) মাঝে জনপ্রিয়তা আছে বলে শোনা যায়..... কোচিংয়ের পাশাপাশি তাই ভাইয়্যার কাছে পড়তে আগ্রহী অনেকেই।

ঘটনার শুরুটা এভাবেই....

কিন্তু পেছনের কাহিনী একটু ভিন্ন। ভাইয়্যার দুষ্টু-মিষ্টি কথার ইন্দ্রজালে ভুলে অনেকেই নন্দলালের প্রতি দুর্বল হয়ে পড়ে। এরকমই একজন প্রভা ( ছদ্মনাম ) ভাইয়্যার ডাকে সাড়া দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে,রঙিন স্বপ্নে বিভোর হয়ে কল্পজগতে উড়াল দেয় । ভাইয়্যা হয়ে উঠে প্রিয়জন...

ভালোই চলছিল শুরুর দিনগুলো। এরপরেই বিপত্তি.....  ভালোবাসার দোহাই দিয়ে প্রতিনিয়তই অন্যায় আবদার করতে থাকে নন্দলাল। কিছু বুঝে উঠার আগেই ভালোবাসা রক্ষার্থে স্বপ্নের মানুষটির সাথেই বিয়ে হবে এই বিশ্বাসে গোপন অভিসারে মিলিত হয় প্রভা। এরপর থেকেই প্রতিনিয়তই অশ্লীল খেলায় আহ্বান করে নন্দলাল। এই নিয়ে প্রতিনিয়তই ঝগড়া, তারপর সম্পর্কের অবনতি। খটকা লাগে প্রভার। তার সেই হাস্যজ্জ্বল,চঞ্চল ভাইয়্যাকে তো আগে এমনটি মনে হয় নি। প্রভা খোঁজ নিয়ে জানতে পারে চঞ্চলের আরো কয়েকটি মেয়ের সাথে সম্পর্ক আছে এবং সেগুলোও গড়িয়েছে লিটনের ফ্ল্যাটে নৈশভোজ পর্যন্ত.......

কার দোষ কতোটুকু হিসেব কষতে চাইনা। কাহিনীর শেষটা আমার জানা নেই, জানার চেষ্টাও করিনি। শুধু চিন্তা করছি সেই মায়ের কথা যিনি জানেনও না তিনি একটি শুয়োর কে গর্ভে ধরেছেন,সেই বাবাটির কথা যার কাছে মেয়েটি নিজের সমস্যাও খুলে বলতে পারবেনা কোনদিন...

এই মেয়েটি হতে পারে আপনার সেই আদরের ছোটবোন বান্ধবীর বাসা যাওয়ার কথা বলে যার বাড়ি ফিরতে দেরি হয়,কোচিংয়ের কথা বলে যে  প্রিয়জনের সাথে মেতে উঠে বদ্ধ ঘরের অভিসারে...

আর পরিমল,পান্না মাস্টারের উত্তরসূরীরা তো সবজায়গায় বিরাজমান....

নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কোচিং,প্রাইভেট সেন্টার আর ব্যাঙাচির মতো শত শত শিক্ষক। সুন্দর ঐ চেহারাগুলো আঁড়ালে লুকিয়ে থাকে এরা। অর্থনৈতিক ও জৈবিক চাহিদা মিটিয়ে যাচ্ছে চুপিসারে.....

সমাধান আমার জানা নেই....

এই কুকর্মকারীরা  হয়তো তখনই বুঝবে যখন ওদের ছেলে মেয়ের সাথে এমন ঘটনা ঘটবে। হ্যাপি- রুবেলদের নিয়ে রমরমা স্ট্যাটাস দিতে সবাই আগ্রহী, কিন্তু একটিবার চিন্তা করেছেন আপনার মায়ের পেটের বোন/ ভাই যদি এইসব কাজ করে তখন আপনার অবস্থা কি হবে ?? তখনও কি অনলাইনে স্ট্যাটাসের বন্যা বইয়ে দিবেন .....??

Sohan R Chowdhury

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297656
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
297683
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০১
241089
হতভাগা লিখেছেন : কিস করা লোকটা আর যেই হোক জাফর ইকবাল না এটা নিশ্চিত । লোকটা আসলেই কন্ট্রোভার্সিয়াল , তাই বলে এসব নোংরা ছবি উনার নামে কেন চালিয়ে দিচ্ছেন ? কোথায় পান এই সব ছাই পাশ ? সারাদিন কি নেটে বসে এইসব ধরেন ?
297726
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫৯
হতভাগা লিখেছেন : সব সময় ছেলেদেরই দোষ খোঁজা একটা ফ্যাশনে পরিনত হয়েছে আপনাদের । প্রভা কি স্বার্থ ছাড়া নন্দলালের ডাকে সাড়া দিয়েছে ?

খুব হাঁক ডাক করে আপনাদের প্রাণপ্রিয় হ্যাপী রুবেলের নামে কেস করলো । ফরেনসিক রিপোর্টে ধর্ষনের কোন আলামত তো পাওয়া যায়ই নি , উপরন্তু নাকি হ্যাপীর পলিগ্যামীর কথা উঠে আসছে ।

এ ধরনের ঘটনায় কখনও এক হাতে তালি বাজে না ।
আজ যদি হ্যাপী প্রতারনা করতো তাহলে আমাদের এই একচোখা নারীবাদী সমাজে রুবেলের মামলা করার কোন সুযোগই থাকতো না ।

নারীদের প্রতি এই অতিমাত্রায় পক্ষপাতিত্ব কিন্তু নারীর সাফারিংসকে কমাতে পারে নি । জেন্ডার বায়াসড্‌ না হয়ে আমরা যদি সঠিকভাবে চিন্তা করি তাহলে এধরনের অপরাধ কমে আসতে বাধ্য । কারণ রুবেলের বাসায় হ্যাপী গিয়েছে নিজে নিজে , লিটনের ফ্ল্যাটে নন্দলালের কাছেও মেয়েরা গিয়েছে নিজে নিজে পায়ে হেঁটে।
297802
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৪০
সোহান আর চৌধুরী লিখেছেন : দোষ উভয়েরই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File