✍✍ কোনো মায়ের গর্ভে যেন এমন কুলাঙ্গার জন্ম না হয়..!!

লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:১৩:৪৯ রাত

নাস্তা করে বন্ধুর সাথে ফিরছিলাম....

এক রাস্তার মোড়ে জ্যামের কারণে রিক্সাগুলো আটকে আছে। একটি ছোট্ট মেয়ে সাহায্যের জন্যে আমাদের সামনে এক রিক্সার যাত্রীর কাছে আবদার করছিল.....

আমি কিছু বুঝে উঠার আগেই পাশের বন্ধুটির ডাকে চোখ গেলো মেয়েটির দিকে-অঝরে কান্না করছে বাচ্চাটি। কারণ,সাহায্যে চাইতে গেলে মেয়েটির বুকে সজোরে লাথি মেরেছে সামনের রিক্সার ঐ পাষন্ড জানোয়ারটা।

ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ হয়ে গেছিলাম। মোড় পার হয়ে এসে ফিরে দেখি বাচ্চাটি তখনও কাঁদছে। পরে বন্ধুসহ কিছু কেক ও বিস্কুট কিনে দিলাম বাচ্চাটিকে।

জানিনা ঐ বাচ্চাটির দৈন্যতা কতোটুকু, তার বাবা-মা আছে কি নেই, কেন পেটের দায়ে মানুষের কাছে হাত পাতছে ও ...!!! শুধু ঘৃণা হচ্ছে  নিজের অসহায়ত্বের প্রতি-আমার ক্ষমতা থাকলে সেই পাষাণটার কলার ধরে জিজ্ঞেস করতাম " সাহায্যে দিবিনা ভালো কথা কিন্তু বুকে লাথি মারলি কেন ..???"

ফেরার পথে শুধু এই আয়াতগুলো মনে পড়ছিল ....

"সে সেই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয় এবং

মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করেনা "

( সুরা মাউনঃ২-৩)

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287329
২৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখজনক ঘটনা। কিন্তু এমন ঞটনা অহরহ ঘটে চলছে। শিক্ষিত সমাজ তাদের শিক্ষার গর্বে আর ধনি সমাজ অর্থের গর্বে তাদের সাথে এই আচরন করে।
287358
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৩২
আফরা লিখেছেন : মানুষের মাঝেই বসত করে মানুষ নামের অমানুষ ।
287366
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৯
ক্ষনিকের যাত্রী লিখেছেন : খুবি দুঃখজনক ঘটনা। Sad অর্থের অহংকারে এরা পশুর চেয়েও নিম্নস্থরে নেমে গেছে। Sad Sad
287442
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
ইসলামী দুনিয়া লিখেছেন : খেলাফত প্রতিষ্টিত হলে, এতিমদের জন্য একটি ফান্ড থাকেবে। এ ফান্ড নবী সাঃ উব্ধোধন করে গেছেন। সেদিন তিনি বলেছিলেন, আজ থেকে কেউ যদি সম্পদ রেখে মারা যায়, তাহলে সেগুলো তার ওয়ারীশরা পাবে।
আর যদি কেউ কোন সম্পদ না রেখে মারা যায়, তাহলে আমি তার সন্তানদের ব্যবস্থা নিব, যেভাবে আমি আমার পরিবারের ভোরনপোষন করি। তাই ভায়েরা, খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন।
287499
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
সোহান আর চৌধুরী লিখেছেন : ইনশাআল্লাহ্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File