কি লাভ এ জ্ঞানার্জন দিয়ে....???
লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৮:২৪ রাত
বন্ধুমহলে জোবায়েরকে ( ছদ্মনাম ) সবাই একনামে চিনে। পড়াশোনা নিয়ে তার মাত্রাতিরিক্ত সিরিয়াসনেস কারোরই অজানা নয়। পড়াশোনায় সে এতোটাই সিরিয়াস যে যাবতীয় পারিপার্শিকতায় কোনো ভ্রূক্ষেপ নেই তার। পড়াশোনার পরিবেশ নেই বলে বাড়ি ছেড়েছে সে। এমনকি সময় নষ্ট হবে জন্যে সে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনা,পড়াশোনা ও শরীরের ক্ষতি হবে ভেবে রমজানে রোজাও রাখেনা.......
জোবায়ের এবার মেডিকেল ভর্তি কোচিং করছে,
পারফরমেন্সও তার ইর্ষণীয়। হয়তো ঢাকা মেডিকেলে চান্সও পেয়ে যাবে সে;কিন্তু এটাই কি জীবনের শ্রেষ্ঠ অর্জন,অন্তিম সফলতা...????
সে হয়তো মেডিকেলে ভর্তি হয়ে মানবদেহের অভ্যন্তরে স্রষ্টার সৃষ্টির অপার বিশ্বয় লক্ষ্য করবে,কিন্তু এই অপার করুণা যার দান সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সে চিনতে পারবে কি????
"তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন ,অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে,অতঃপর তিনি তাকে সুষম করেন তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন চক্ষু, কর্ণ ও অন্তঃকরণ । তোমারা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো "
(সূরা আস্-সাজদাহঃ ৭-৯ )
হেদায়েতের মালিক আল্লাহ্, তাই তারই কাছে দোয়া করা উচিত "আল্লাহ্ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন। এ বাংলায় যেন আর কোনো ডাক্তার তসলিমা নাসরিন রূপে আবির্ভূত না হয়,এ বাংলায় একজন জাকির নায়েকের বড্ড প্রয়োজন....."
আমীন.....
Sohan R Chowdhury
বিষয়: বিবিধ
১৬৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই সুন্দর - ভালো লাগলো অনেক যাজাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন