কসাইখানা থেকে
লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১২ মে, ২০১৪, ০৮:২৪:১৬ রাত
অপারেশন থিয়েটারে ম্যাডাম পড়াচ্ছিলেন; একইসঙ্গে একের পর এক অপারেশন চলছে। একপর্যায়ে এক মহিলাকে আনা হলো যিনি ৩৭ সপ্তাহের গর্ভবতী অবস্থায় ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। তার হৃদযন্ত্রের জন্মগত কিছু ত্রুটি( congenital anomalies) আছে মেডিকেল সাইন্সের ভাষায় যেটিকে বলে Fallot's tetralogy. বাচ্চা ও মা উভয়ের কল্যাণার্থে জরুরী ভিত্তিতে অপারেশন করার সিদ্ধান্ত নেন সিনিয়র ডাক্তারেরা।
সাধারণত কোন গুরুতর সমস্যা না হলে এতো আগে সিজারিয়ান
অপারেশন করা হয় না। কিন্তু এ রোগীর যে সমস্যা তা নিতান্তই ঝুঁকিপূর্ণ। সামান্যতম অব্যবস্থাপনা/ত্রুটি রোগী ও বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। এ্যানেস্থ্যাসিয়া দেওয়ার পর যাবতীয়
সতর্কতামূলক প্রস্তুতির সাথে শুরু হলো অপারেশন। চোখের পলকেই মাত্র দু'মিনিটেই বেরিয়ে এলো ফুটফুটে একটি বাচ্চা।
ভবিষ্যতে পুনরায় গর্ভধারণ মায়ের জন্যে ঝুঁকিপূর্ণ হওয়ার পরিবারের পূর্ব অনুমতি সাপেক্ষে মায়ের ফেলোপিয়ান টিউব লাইগেট করা হলো। রক্তক্ষরণ কমাতে দ্রুত সেলাই করে শেষ
করা হলো অপারেশন। পাশে দাঁড়িয়ে ভাবছিলাম চিকিৎসা বিজ্ঞানের উৎকর্যতা মানুষের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছে অকৃত্রিম
এক স্পর্শে। সাধারণভাবে বাসায় এ বাচ্চা ডেলিভারী করলে হয়তো
মা অথবা বাচ্চাটি মারা যেতে পারতো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজ তারা সুস্থ। অপারেশন শেষে তৃপ্তির এক হাসি দিলেন সার্জনরা।নিন্দুকের শত অপবাদ আর লাঞ্চনা যাদের কর্মস্পৃহাকে দমাতে পারেনি বিন্দুমাত্র....
..
• অপারেশন থিয়েটার -চট্টগ্রাম মেডিকেল
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
congenital anomalies মেডিকেল সাইন্সের ভাষায় যেটিকে বলে Fallot's tetralogy ।
''বাচ্চা ও মা উভয়ের কল্যাণার্থে জরুরী ভিত্তিতে অপারেশন করার সিদ্ধান্ত নেন সিনিয়র ডাক্তারেরা।
সাধারণত কোন গুরুতর সমস্যা না হলে এতো আগে সিজারিয়ান অপারেশন করা হয় না। ''
০ ৩৭ সপ্তাহ কি খুব আরলি ?
গর্ভধারন সময় ৩৭ সপ্তাহ +/- ৭ দিন বলে জানতাম ।
এখন কি গর্ভধারন সময় বেড়ে গেছে যে ৩৭ সপ্তাহও খুব আরলি হয়ে গেছে ?
মন্তব্য করতে লগইন করুন