আমার বিয়ে ও কিছু অনাকাক্ষিত ঘটনা

লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১৮ মার্চ, ২০১৪, ০৭:২২:০৫ সন্ধ্যা

কয়েকদিন আগে এক ডাক্তার জিজ্ঞেস করলেন বয়স কতো। আমি ২৪ বছর বলায় তিনি চমকে উঠে বললেন দেখে তো মনে হয় ১৭/১৮ Surprised

সে যাই হোক ......

বাসায় এসেছি কিছুদিন হলো। কথাপ্রসঙ্গে আম্মু হঠাৎ আমার বিয়ের প্রসঙ্গ তুললো এবং যা বললো তার ঘটনাক্রম কিছুটা এরকম ......

ইদানিং নাকি বাসায় ঘনঘন বিয়ের প্রস্তাব আসছে আমার জন্যে যা নিয়ে আম্মু-আব্বু দু'জনেই কিছুটা বিরক্ত। বিরক্তির চরম পর্যায়ে তাই যখনই কোনো প্রস্তাব আসে উনারা বিভিন্নভাবে তা ফিরিয়ে দেন। আর ফিরিয়ে দেওয়ার জন্যে যে কথাগুলো বলছেন তা নিতান্তই হাস্যকর.... :-)

আমার ছেলের বিয়ে হয়ে গেছে,আমার ছেলে ডাক্তার মেয়ে ছাড়া বিয়ে করবেনা,ছেলে নিজের পছন্দেই বিয়ে করবে ইত্যাদি ইত্যাদি।এক ঘটক নাকি প্রস্তাব এনেছিলো যে মেয়েপক্ষ ২০ লক্ষ টাকা দিবে ( সম্ভবত যৌতুক ) এ শুনে আব্বুর মন্তব্য " আমার ছেলে না,আমি নিজেই বিয়ে করবো যাও মেয়ে দেখার ব্যবস্থা করো" :-P

এসব শুনে প্রথমে কিঞ্চিত হাসি পেলেও পরে তা মলিন হয়ে গেলো। কপালে চিন্তার রেখা উদিত হলো এই ভেবে যদি ঐ ডাক্তারের মতো আমাকে এখনো ছোট ভেবে আব্বু-আম্মু এইভাবে দায়িত্ব অবহেলা করতে থাকে তবে আমার বিয়ের ফুল আজীবন অপ্রস্ফূটিতই থেকে যাবে Sad

বয়সতো ২৪ পেরিয়ে ২৫-এর পথে।

এখন না হলে কখন .....????

সুন্নাতী বয়স যে পার হয়ে গেলো .... :'(

বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194248
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
ফেরারী মন লিখেছেন : আজাইরা প্যাচাল। আমার প্রায় ২৯ ছুই ছুই তাই বিয়ের নাম নিতিছি না আর সবে মাত্র ২৪ তাতেই বিয়ে নিয়ে টেনশনে পড়ছে।
194264
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
আবু জারীর লিখেছেন : আহারে!!!
194313
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক কাজ করেন। আপনি আপনা শোবার ঘরের খাটটা অর্ধেক কেটে ফেলতে থাকুন। দেখবেন আপনার আব্বা-আম্মা বিয়ে দিতে রাজি হয়ে যাবেন।
আর বিশ লক্ষ টাকার ঘটক মশাই এর নম্বর টা দিন(প্রয়োজনে আপনিও কমিশন পাবেন)।
194317
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৫৪
নীল জোছনা লিখেছেন : বিয়ের কতা হুনলে কইলজার বিত্রে ছপাত ছপাত করে।
194352
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
সোহান আর চৌধুরী লিখেছেন : সবুজ ভাই আমার সাথে কন্টাক করিয়েন। ঘটকের নাম্বার দিবো :-P
194375
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৫৩
বদর বিন মুগীরা লিখেছেন : ভাই,তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন।বহুত ফায়দা হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File