একটি কাঙ্ক্ষিত সকালের গল্প.

লিখেছেন লিখেছেন নিভৃত চারিণী ০৩ মার্চ, ২০১৪, ০২:৪২:২২ দুপুর

পড়ার টেবিলটা একেবারে জানালার পাশ ঘেঁষা।পড়তে পড়তে আজ যখন ক্লান্ত চোখ দুটো জানালা গলে বারান্দায় গিয়ে পড়লো, সত্যিই আমি তখন পুলকিত হলাম। কয়েক সেকেন্ড আগের ক্লান্তিমাখা চোখ দুটো আনন্দে কেমন চকচক করে উঠলো।অপলক নেত্রে চেয়ে আছি বেলি গাছটার দিকে। সকালের মিষ্টি মিষ্টি সোনারোদে চিকচিক করছিলো ধবধবে সাদা কিছু একটা।আরে ! কি দেখলাম, ভুল নয়তো ?

চশমার গ্লাসটা মুছে পুনরায় চোখে দিলাম।নাহ ! তবুও সন্দেহ দূর হচ্ছেনা।এবার দুরুদুরু বুকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম।

ধীর কদমে গাছটার খুব কাছে গিয়ে আলতো করে ছুঁয়ে দেখলাম।হ্যাঁ ! চার চারটে কলি।

বিস্ময়ে নির্বাক হয়ে আছি আমি।আনন্দে চোখে পানি এসে গেলো আমার।সাথে সাথেই তাকে ফোন দিয়ে জানালাম।

''শুনছেন - ? বেলি গাছটায় না কলি এসেছে''

বারান্দাটা এমনিতেই আমার অনেক প্রিয়। শুধুমাত্র কয়েকটা গাছের কারণে এত প্রিয় বারান্দাটা আমার কাছে।ফুলের জগতে আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে বেলি।

আজ দু'বছর হল লাগিয়েছি গাছটা।ছোট্ট একটা চারাগাছ ছিল তখন। কয়েকবার মরি মরি করেও আল্লাহর মেহেরবানিতে বেঁচে গেলো।অন্যান্য গাছগুলোর মতো বাড়ন্ত ছিল না এই গাছটা।তবে কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম একটু একটু করে শাখা প্রশাখা ছড়াচ্ছে। কিন্তু ফুল ফোটার নামটি পর্যন্ত নেই।এক প্রকার হতাশ হয়েই পড়েছিলাম গাছটার উপর।তবুও কেন যেন বাকি গাছের চাইতে এই গাছের যত্নটাই একটু বেশী নিতাম।পাতার উপর পড়ে থাকা ধুলা-বালু পরম যত্নে ওড়নার আঁচলে মুছে দিতাম। এই আশায় যে, একদিন না একদিন ফুল ফুটবেই । আজ আমার আশা পূর্ণ হয়েছে। এখন শুধু অপেক্ষা পাপড়ি মেলা আর প্রান খুলে তার ঘ্রান নেয়ার।

ধন্যবাদ তোমাকে হে প্রভু ! কতদিন যে আমি এমন একটা সকালের অপেক্ষাতেই ছিলাম।

ও হ্যাঁ ! ভুলেই গেলাম............।

আপনাদেরকেও আমার বেলি ফুলের শুভেচ্ছা।

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187729
০৬ মার্চ ২০১৪ সকাল ১১:৩৮
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : কলি ফোঁটার আগেই আপনার বেলি ফুলের ঘ্রান আমার নাকে চলে এসেছে। আপনার উপস্থাপনা ভঙ্গি চমত্‍কার।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৩
139297
নিভৃত চারিণী লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
অগোছালো একটি লেখার প্রশংসা করে আমাকে উৎসাহিত করার জন্য।
187867
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
রাইয়ান লিখেছেন : সুন্দর লিখেছেন.... অসংখ্য শুভেচ্ছা । Rose
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
139401
নিভৃত চারিণী লিখেছেন : ওয়াও! আপু আপনি আমার এখানে মন্তব্য করেছেন ? সত্যি অমায়িক আপনি।
188060
০৬ মার্চ ২০১৪ রাত ১০:৩৩
বৃত্তের বাইরে লিখেছেন : খুব ভালো লাগলো ছোট্ট মিষ্টি গল্পটা Rose %%

188474
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
নিভৃত চারিণী লিখেছেন : ধন্যবাদ।
188877
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৩
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ Good Luck Good Luck ফুলের গাছ সম্ভবত কখনো লাগাইনি তবে গাছ থেকে কত ফুল যে ছিড়েছি হিসেব নেই।
এই বেলি ফুলের উপর অনেক অত্যাচার করেছি আমি। তখন বেশ ছোট ছিলাম।
ফুল কুড়ানোটা একপ্রকার সখ ছিলো রোজার সময় ফজর নামাজ পড়ে সমস্ত বন্ধুরা মিলে কবর স্থানে যেয়ে ফুল কুড়িয়েছি কত! সেই স্মৃতি মনিকোঠায় ভেসে উঠেছে।
শিউলি/বকুল কুড়াতাম আর চান্স পেলে গন্ধরাজ/বেলী ছিড়ে দে চম্পট।
আপনার পোষ্টটি পড়ে সেই অতিত চোখে ভাসছে.....
তবে এখন বুঝতে শিখছি তাই আর অত্যাচার করিনা গাছের উপর আর সুযোগ পেলে আলতো করে স্পর্শ করে দেই ফুলকে।
আপনাকে ব্লগে স্বাগতম Good Luck Happy
প্রথম পোষ্টটি অনেক ভালো লাগলো।
এগিয়ে চলুন। শুভকামনা।
০৮ মার্চ ২০১৪ রাত ১১:০৯
140310
ইকুইকবাল লিখেছেন : ওই তোমাকে সব জায়গাতেই পা্ওয়া যায় কাহিনী কি? বিশাল জনপ্রিয়তা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! দারুণ তোমাকে পেয়ে ভালই লাগে। ভয় পেয়েছ বুঝি? আমি কিন্তু তোমার সাথেই আছি একদম
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:১১
140941
নিভৃত চারিণী লিখেছেন : সুযোগে সৎ ব্যাবহার তাহলে আপনিও করেছেন। "চান্স পেলে.।.।.।.।.।.।.।" সমস্যা নেই সুযোগে এমন সৎ ব্যাবহার আমিও অনেক করেছি। Smug
আমাকে গ্রহন করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাতে তো আমাদের নতুনদের পথচলা।
189106
০৮ মার্চ ২০১৪ রাত ১১:০৮
ইকুইকবাল লিখেছেন : বেলী আমার প্রিয় ফুল , সে ফুলের শুভেচ্ছা নিতে এসে দেখে আপনার লেখনি দেখে চমকে গেলাম। ধাতস্থ হওয়ার পর আর কিছু ভাবতে পারছিনা। স্বাগতম কিভাবে জানাবো তাও পাচ্ছিনা সব হারিয়ে ফেলেছি হে----
০৮ মার্চ ২০১৪ রাত ১১:১৭
140319
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Good Luck Happy Happy Good Luck
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
140945
নিভৃত চারিণী লিখেছেন : আচ্ছা তাই !
ওকে আমিই তাহলে আপনাকে স্বাগতম জানাই HappyGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File