রেখেছ জানোয়ার করে , মানুষ করনি..
লিখেছেন লিখেছেন জুম্মি নাহদিয়া ১৫ মার্চ, ২০১৪, ০১:০০:২৯ রাত
সেদিন এক পিচ্চির সাথে দেখা হল । বয়স ২২ মাস ।থ্যাঙ্ক ইউ বলতে বললে গলা দিয়ে তেকু টাইপের আওয়াজ করে । আমাকে নুম্মি আন্তি ই ই বলে চিৎকার করে ডাকে , সেটা তফাতেই থাকি আর ওকে কোলে নিয়েই থাকি । মাত্র ২২ মাস বয়সী একটা মেয়ে
একটা শিশু
একটা মায়ের অনেক কষ্টের সন্তান
এবং একজন মানুষ সে ।
মনের ভেতর তিব্র যন্ত্রণা অনেক দিন থেকেই । কিন্তু যেদিন টেলিফোন কানে নিয়ে ১৭ মাস বয়সী একটা শিশুর ছবি দেখলাম, এবং একটু পর ওই শিশুটারই রক্তাক্ত ধর্ষিত মৃতদেহ দেখলাম টিভি রিপোর্টে , আমার সত্যি বেঁচে থাকার জন্য যে উৎসাহের প্রয়োজন তার অনেকটাই হারিয়ে ফেললাম ।
১১/ ১২ বছরের শিশু ৫৫ দিন নরপশুদের পশুত্বের শিকার হয়, তাও আবার ধর্মান্তরিত হয়ে , যেন হিন্দু শিশুকে মুসলিম বানিয়ে ধর্ষণ করা ধর্মে আছে , সওয়াবের কাজ । এটা নিয়ে কিছু অসুস্থ মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য বানিজ্যও করল বেশ ।
বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি সউদি আরবেও বাবা তার পাঁচ বয়সী মেয়ের সাথে একই আচরণ করে এবং হত্যা করে । ধর্ম বিদ্বেষীরা এই মর্মান্তিক ঘটনার সাথে ধর্ম ( ওই যে সউদি) কে জড়িয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বার্তা বলেছে ।
জোরপূর্বক তুলে নেয়া বা যুদ্ধের ময়দানের নৃশংসতার কথা বাদ দিলাম , এই অবিশ্বাসের পৃথিবীতে পড়তে গিয়ে , খেলতে গিয়ে , বেড়াতে গিয়ে , হোস্টেলে , ডে কেয়ারে , রাস্তায় ,পুলিশ কাসটোডি এমনকি অনেক সময় নিজ বাড়িতে বাবা থেকে শুরু করে কোন ধরনের কোন আত্মীয়ের কাছেই একটা প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তো দূরে থাক ছেলেরাও নিরাপদ না ।
শিশুরা ছোট বেলাতেই কম্পিউটার গেমস খেলতে খেলতে পেয়ে যায় এমন কিছু সাইটের সন্ধান যেগুলোতে মা বাবা ভাই বোন সব চলে ! সুযোগ সন্ধানী বড়দের পাশাপাশি শিশুরাও এগুলোতে আসক্ত হচ্ছে , বিকৃতি আসছে তাদের চিন্তা ভাবনায় ।
এত নোংরা বিষয় নিয়ে লিখতে আমার অস্বস্তি হচ্ছে । কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে । নিজেদেরকে রক্ষা করা ছাড়াও অসহায় শিশুগুলোকে বাঁচানোর জন্য সচেতন হওয়ার কোন বিকল্প নাই ।
বাচ্চা কোথায় খেলছে , কার বাসায় যাচ্ছে , কি দেখছে ,কার সাথে তাকে আপনি ঘুমাতে পাঠাচ্ছেন এগুলোর ব্যপারে সব অভিভাবক রা মনে হয় সবসময় অতটা ভাবে না ।
তাকওয়া এবং হৃদয়বান মানুষ কয়জন ? কয়টা মানুষ আল্লাহ কে ভয় পায় ? ইসলাম যেখানে বলে দিয়েছেন , ব্যভিচারের ধারে কাছেও না যেতে । অন্তর দিয়ে নামাজ পড়তে বলা হয়েছে যাতে করে এই নামাজ আমার ভেতর তাকওয়া সৃষ্টি করে এবং আমি অশ্লীলতা থেকে দূরে থাকি । কিছু মানুষ ছাড়া বাকিদের সাথে আমার চলাফেরা – ওঠা বসা কেমন হবে , এই কিছু মানুষ গুলোর সাথেও কিভাবে সীমারেখা মেনে চলতে হবে যেমন , মা বাবার ঘরে ঢোকার সময়ও অনুমতি নিয়ে ঢুকতে হয় , কিংবা আপন ভাই বোন একটু বড় হলেই পৃথক বিছানা দেয়া ইত্যাদি এগুলোও ইসলামে খুবই স্পষ্ট ।
যে শয়তানরা এত জঘন্য কাজ করে আল্লাহর নাম মুখে নিচ্ছে তারা যে কি ধরণের তামাশা করছে ইসলাম নিয়ে সেটা একটা বিবেকবান মানুষেরই তো সহজে বোঝার কথা ।
ব্যক্তিগত পর্যায়ে আমরা নিজেদের এবং আমাদের সন্তানদের ভেতর তাকওয়ার অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করতে পারি । তাদের ব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি তাদের কেও চারপাশ সম্বন্ধে সতর্ক করতে হবে- কিছু করার নাই । পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গ্যাছে ।
আল্লাহর ওয়াস্তে সরকারের কাছে আবেদন জানাই , ফেসবুকে আপনারা ফিল্টার বসাচ্ছেন , ৫৭ ধারা ফারা জারী করছেন , সরকারের সমালোচনা করে কিছু লিখেছে কিছু বলেছে টের পেয়েছেন আর জেলে ভরে দিচ্ছেন ,অনলাইনে পর্ণ সাইট গুলোর দিকে একটু নজর দিবেন কি ? এগুলো নিয়ে যারা বানিজ্য করছে অথবা মুক্ত বুদ্ধি ও ভাষার চর্চা করছে এদের ব্যপারে আপনাদের বক্তব্য জানতে চাই ।
অন্তত ধর্ষকদের ক্ষেত্রে যদি শরিয়াহ আইন চালু করেন অর্থাৎ জনসম্মুখে পাথর মারা টাইপ মৃত্যুদণ্ড দেয়া , আমার মনে হয় কোন মানুষ তাতে আপত্তি করবেনা একান্ত অমানুষ ছাড়া ।
যেভাবে চলছে এভাবে আর চলতে পারে না । সম্ভব না চলা । আরেকটা আইয়ামে জাহেলিয়াতের লক্ষন যেন দেখতে পাচ্ছি , পরিশেষে সীমাহীন আতঙ্কের ভেতর আছি ।
বিষয়: বিবিধ
১৫৭৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নৈতিকতার অবক্ষয় এমন পর্যায়ে চলেগেছে যে ভাবতেই ভয় পাচ্ছি ৫, ১০ বছর পরে কী হবে সমাজে!? সীমাহীন আতঙ্কের ভেতর আছি।
তাকাওয়া দান করুন আমাদের।
আহ্ বড়ই আফসোস............
(aji apnar blog barite visit korlam. asha kori in future 'Amontron' pabo.)
মন্তব্য করতে লগইন করুন