প্রস্তুত আছেন কি একজন খাঁটি মৌলবাদী হবার?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ৩০ এপ্রিল, ২০১৭, ১১:২৯:২১ রাত



একজন ডাক্তার রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং রোগী ডাক্তারের পরামর্শ বাস্তবায়নে আপাদমস্তক মৌলবাদী কারণ ডাক্তার রোগীকে সঠিক ওষুধ সময়মত খেতে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন, বিড়ি- সিগারেট, মদ, গাঁজা ছাড়তে বলেন। রোগীও সেসব ঠিকঠাক মেনে চলেন।

একজন ইঞ্জিনিয়ার মৌলবাদী, তিনি বিল্ডিং বা যেকোন কন্সট্রাকশন প্রজেক্টে এ ইঞ্জিনিয়ারিং সকল নিয়ম কানুন মেনে চলেন, যদি তিনি কোয়ালিটি অর্জন করতে চান। বিল্ডিং মালিকের ঘরের কোন স্থানে একটি মাত্র খুঁটি পছন্দ না হলেও- ইঞ্জনিয়ার যদি মনে করেন বিল্ডিঙয়ের ভারসাম্য রক্ষায় তা প্রয়োজনীয়- তাহলে তা তাকে করতেই হবে। ব্যাত্যয় ঘটানো যাবে না।

একজন সত্যিকারের শাসক সত্যিকারের মৌলবাদী। কারণ তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় অবিচল এবং প্রতিজ্ঞ। জনসেবায় তিনি মনোনিবেশী হয়ে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে হলে- তিনি অপেক্ষা আর কেউ বড় মৌলবাদী নন কারণ তিনি তা করতে যেয়ে আপোষ করেন না।

রাস্তায় ট্রাফিক ব্যবস্থা এবং এর বাস্তয়নকারী খাঁটি মৌলিবাদী। একটু পর পর লালবাতি দিয়ে চলমান গাড়ি থামিয়ে দেয়া, চার রাস্তার মোড়ে কে অগ্রাধিকার পাবে তা নির্ধারণ করে দেয়া, কোন রাস্তার স্পীড লিমিট কত এসব নির্ধারণ ও সঠিকভাবে বাস্তবায়ন- আর এসব না মানলে সতর্ক করা, জরিমানা করা, প্রয়োজন পড়লে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা- এই যাবতীয় ব্যবস্থা এক্সিডেন্ট ঝুকি কমানো ও ট্রাফিক আইন মানার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মৌলবাদীতা।

একজন সত্যিকারের বিচারক আপাদমস্তক মৌলবাদী। তিনি রাগ ক্ষোভ, পক্ষপাতিত্ব, আত্মীয়তার সম্পর্ক প্রভৃতির উপরে উঠে বিচার করেন। সাক্ষ্য প্রমাণে যা উঠে আসে তার বিপরীত তিনি চলেন না। আইন বাস্তবায়নে তিনি সবার জন্য সমান।

একজন সত্যিকারের সাংবাদিক, তিনি মৌলবাদী। তাঁর কলম ধরা, লেখা ও প্রকাশ যদি সত্য, পক্ষপাতহীন এবং নির্ভীকতার মানদণ্ডে উন্নীত হয় তাহলে তা জনজীবনে কল্যাণ বয়ে আনে। মানুষকে সত্য জানাতে একজন সাংবাদিককে আপোষহীন মৌলবাদী হওয়া ছাড়া দ্বিতীয় কোন পথ নেই।

তাহলে কেন ভাই শুধু শুধু ইসলামিক মূল্যবোধ জানা, মানা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহ প্রদত্ত সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ইসলামের কর্তৃত্ব করার যে নীতি ও পন্থা ঐশী বাণী ও নবী-রাসুল ( সাঃ) গনের মাধ্যমে প্রতিষ্ঠিত- তাকে আপনি '' মৌলবাদ'' বলে আখ্যা দেন?

আসলে উপরে বর্ণিত এই সকল কাজ করাই আসল ধার্মিকতা, এগুলোই ইসলামিক মূল্যবোধ। প্রস্তুত আছেন কি একজন খাঁটি মৌলবাদী হবার?

বিষয়: বিবিধ

৯০২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382834
০১ মে ২০১৭ সকাল ০৭:২০
চেতনাবিলাস লিখেছেন : আমি প্রস্তুত। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
382839
০১ মে ২০১৭ সকাল ১০:৪৭
হতভাগা লিখেছেন : সব কিছুর মূল বা মৌলিক জিনিস ফলো করলে সংশ্লিষ্ট বিষয়ে সফলতা আসে ।

জাগতিক মৌজমাস্তিতে মশগুলেরা ভাল করেই জানে যে ইসলামকে ফলো করলে তাদের মৌজমাস্তিতে বিধিনিষেধ পড়বে । সেটা তারা মানতে পারে না কোন মতেই তা হোক পরকালের আরাম আয়েশকে বাদ দিয়ে হলেও (কারণ পরকালের ব্যাপারে তারা নিরাশ)।

এজন্যই মৌলবাদকে তারা খুব খারাপ ভাবে সংজ্ঞায়িত করেছেন এবং এটার উদাহরণ হিসেবে ইসলামের মূল বিষয়গুলোকে যারা ধারণ করে ও চর্চা করে তাদেরকেই একমাত্র চিনিয়েছেন।

অন্য কোন ধর্মের লোকেরা সন্ত্রাসী কাজ করলে সেটাতে তার ধর্মকে জড়ানো হয় না যেমনটা মুসলমানদের করা হয় । মুসলমানেরা অত্যাচারিত হয়ে যদি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে ও রুখে দাড়াতে চেষ্টা করে সেটাকে সন্ত্রাসী কাজের তকমা লাগিয়ে দমিয়ে দেওয়া হয়।
382856
০২ মে ২০১৭ রাত ০৩:০৬
আকবার১ লিখেছেন :

সুন্দর উপস্থাপন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File