''বি ডি আর বিদ্রোহের ভেতরের কথা''
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:২১:০৭ রাত
১) বিএনপি নেত্রী বললেন ফখরুদ্দীন- মঈন উদ্দীনের কাজকে বৈধতা দেওয়া হবে না, আওয়ামিলীগ নেত্রী বললেন- দেওয়া হবে। নির্বাচন সেদিনই হয়ে গেল। ২৯ ডিসেঃ ২০০৮ ছিল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার দিন মাত্র। ''ফখরুদ্দীন- মঈন উদ্দীন'' তাদের বিচারের মুখোমুখি করা হবে না শর্তে আওয়ামিলীগকে বিপুল আসনের সংখ্যা-গরিষ্ঠতায় ক্ষমতায় বসালো ( মরহুম আঃ জলীল, সাবেক সাঃ সম্পাদক- তিনি লন্ডনে বাংলা টিভির সাথে সাক্ষাৎকারে তা স্বীকারও করেছিলেন)। আওয়ামিলীগ তৎকালীন সেনাপ্রধান মঈন উদ্দীনকে দিয়ে বিদ্রোহের কিছু দিন আগে সৎ সেনা অফিসারদের বি ডি আরে বদলী করায়।
২) ১৯৭৫ সালের পরে ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ালীগ ক্ষমতায় আসে। দেশে বি এন পির ভোট বেশী, তার সাথে জামায়াত জোটবদ্ধ হওয়ায় আওয়ামিলীগের পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব হয়ে পড়ে। ভারত তাদের পেটের ভেতরে অনুগত বাংলাদেশ চায়। ফলে আওয়ামিলীগকে প্রস্তাব দেয় এই মর্মে যে- স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে তারা আর ক্ষমতায় যেতে পারবেনা। ভারত আওয়ামিলীগকে দেশের স্বার্থ বিরোধী সকল প্রস্তাবে রাজী করায়, বিনিময়ে ক্ষমতায় রাখার ও সর্বাত্মক সহযোগিতার ওয়াদা দেওয়া হয়। আর বি ডি আর বিদ্রোহের নামে ৫৭ অফিসার খুনের মাধ্যমে শুরু হয় তাদের সেই মিশন। যার ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে ৪ দলীয় জোটকে দুর্বল করা, পর্যায়ক্রমে সেই মিশনের দিকে এগিয়ে ৫ জানুয়ারির ২০১৪ ভুয়া নির্বাচন।
৩) ওই ৫৭ আর্মি অফিসারদের জীবিত রেখে তারা আজ যা যা করছে, তা করতে পারতোনা বিধায়-ই পরিকল্পিত এই রাষ্ট্রীয় হত্যা, যাতে অনির্বাচিত এই সরকারকে সমর্থনকারী শক্তি- ভারতের পূর্ণ সহযোগিতা ছিল ।
৪) এরপরও যারা বেঁচে ছিলেন, যারা নিজেদের জীবন বাজী রেখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতেন; যারা সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের সাথে সেনা সদর দপ্তরে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন- এমন সকল অফিসারদের এক এক করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বিডি আরের সাধারণ কোন সদস্য এই কাজ করেনি, অথচ বিচার হয়েছে তাঁদেরই। ক্ষমতাসীন রাঘব বোয়ালেরা কেন আসামী হয়নি?
ব্যস! খালাস!! কী দারুন সমীকরণ!!!
৭১ এ এত সেনা অফিসার শহীদ হন নি। স্বাধীন দেশে তা হয়েছে ।
দেশবাসি ভুলে গেল এসব?
কিন্তু কী করে?
তবে তারা যেন ভুলে না যান যে - এই ট্রাইব্যুনাল কিন্তু অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন