কোন আইন মেনে ''ভাষা আন্দোলন'' হয়েছিল?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:১০:০৯ রাত
ভাষা আন্দোলনের শিক্ষা আসলে কী? আর কোন আইন মেনে সেই আন্দোলন হয়েছিল?
মোটা দাগে এর শিক্ষা হচ্ছে- জাতীয় স্বার্থ রক্ষা, দেশ ও দশের অধিকার রক্ষা, অন্যায় মেনে না নেওয়া, অন্যায়ের প্রতিকারে গর্জে উঠা, যালিমের টুটি চেপে ধরা-পরিণামে জীবন গেলেও।
বর্তমান শাসক গোষ্ঠীর সাথে তৎকালীন শাসক গোষ্ঠীর পার্থক্য কোথায়?
স্বাধীন দেশে আজ গুম, খুন, হামলা, মামলা, অবিচার, ব্যাংক লুটপাট- ডাকাতি, দুর্নীতি, দলীয়-প্রীতি, অনির্বাচিত স্বৈর শাসকের স্বেচ্ছাচারিতা প্রভৃতি রুখে দিতে সাম্য, মানবিক মর্যাদা, আর ইনসাফ প্রতিষ্ঠার সেই আন্দোলন কি বর্তমান যালিম শাসকের পছন্দ-সই হবে? অত্যাচারী শাসক কি তা করতে দেবে?
না, দেবে না। তাহলে কী করতে হবে?
সেটাই তো ভাষা আন্দোলন থেকে শিখতে হবে।
একই চরিত্রের শাসক এখনও বিদ্যমান, কিন্তু সেই শাসক কে রুখে দেবার মত, ১৪৪ ধারা ভঙ্গ করার মত সাহসী রফিক, সালাম, বরকত, আঃ মতিন ওরফে ভাষা মতিন, গোলাম আযম কি আজ নেই?
সেদিন কি ১৪৪ ধারা ভঙ্গ হয়েছিল শাসকের আইন মেনে নাকি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে?
কী শিখলাম আমরা ১৯৫২, ২১ ফেবরুয়ারি থেকে?
উদযাপনের আনন্দ- ফুর্তি সবাই করছে, কিন্তু কেউ কি এই শিক্ষার কথা বলছে একবারও?
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন