''অলিম্পিক গেমস শেষ হইয়া বিসিএস প্রার্থীদের কাজ বাড়াইয়া দিল''
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২২ আগস্ট, ২০১৬, ০৭:১৯:৩৬ সন্ধ্যা
অলিম্পিক ২০১৬ গতকাল শেষ হলো। বিভিন্ন দেশ বিভিন্ন ক্যাটাগরিতে পদক জেতার মধ্য দিয়ে তাঁদের মেধা আর সক্ষমতা কাজে লাগাচ্ছে, লাগানোয় ব্যস্ত। আর আমরা ব্যস্ত কে কত সোনা জিতলো, কার রেকর্ড কী- এসব মুখস্থ করা নিয়ে......।
বিসিএস সহ সকল প্রকার চাকরী প্রার্থীদের কাজ বেড়ে গেল, তাদের নতুন করে যে আরো কিছু মুখস্ত করতে হবে। পড়ার টেবিলে এসব নিয়ে বসে যেতে হবে। নইলে যে একটা ভালো আসন ভাগ্যে জুটবে না।
যিনি বিসিএস প্রশাসনে যাবেন তিনি এসব মুখস্ত করে কী করবেন? বরং তার জানা থাকা দরকার প্রশাসনিক জ্ঞান আর দক্ষতা। যিনি শিক্ষক হবেন তার দরকার শিক্ষা কারিকুলাম, সিলেবাস, শিক্ষা গবেষণা, জাতি গঠনে উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন প্রভৃতি সম্পর্কে জ্ঞান থাকা। যিনি বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হবেন তিনিই বা এসব মুখস্থ করে কী করবেন? ডাক্তারি বিদ্যায় তার দক্ষতা কেমন সেটা বরং যাচাই করে নিয়োগ দেয়া আবশ্যক।
শিক্ষা, সভ্যতা আর উন্নয়নে যারা এগিয়ে তাদের দেশে নিয়োগ প্রক্রিয়ায় কি এসব আছে? তাদের শিক্ষায় জট নেই, একজন দ্রুত শিক্ষা জীবন শেষ করে পছন্দমত চাকরীতে ঢুকে যাচ্ছেন, পারিবারিক জীবন শুরু করছেন, পরিবার-সমাজ ও দেশে অবদান রাখছেন খুব কম বয়সেই।
যে খেলোয়াড় হতে চায়, শিক্ষক হতে চায়, গবেষক হতে চায়, বিজ্ঞানী হতে চায়, কৃষক হতে চায়, সাংবাদিক হতে চায়, রাজনীতিবিদ হতে চায়- এসব ক্ষেত্রে অবারিত সুযোগ-সুবিধা রাষ্ট্র করে রেখেছে। শিক্ষিত কৃষক হবার সুযোগ যেমন আছে, তেমনি আছে মহাকাশ বিজ্ঞানী হবার। কৃষকের পাশ দিয়ে মন্ত্রী- এমপি হেঁটে যাচ্ছে, তাকে দাঁড়িয়ে অতি ভক্তি দেখাবার দরকার হয়না, একজন খেলোয়াড় সেলেব্রেটি সে মন্ত্রীর নাম না জানলেও সমস্যা হয়না। তোষামোদ করতে হয়না, রাজনৈতিক লেজুড়বৃত্তিও নেই। সবাই যার যার মেধায় এগিয়ে যাচ্ছে। সরকার ও রাষ্ট্র তাকে সহজোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত।
একটি জাতি গঠনে সব মেধা ও দক্ষতার প্রয়োজন হয়, সকল মতের প্রতিফলন ঘটতে হয়। সবাইকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হয়। ভিশনারি হতে হয়, সামনে তাকিয়ে দেখতে হয়, সময় থেকে শিক্ষা নিতে হয়, রাষ্ট্রে সমতা থাকতে হয়, নাগরিকের জীবন সহজ ও সুন্দর করার ব্রত রাজনীতিবিদ-পরিকল্পনাকারী থাকতে হয়। আমাদের দেশে কেন সেই ব্যবস্থা নেই? কে ভাববে এসব নিয়ে? কে বিশৃঙ্খল রাষ্ট্রের লাগাম টেনে তাকে সঠিক পথে হাঁটানো শেখাবে?
বিশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া সহজ ও সুন্দর করে জাতির মূল চালিকা শক্তি যুব সমাজকে কম বয়সে তার পছন্দমত ক্যারিয়ার গঠনে কে সহায়তা করবে?
কেউ কি নেই এসব ভাবার?
কেউ কি নেই এসব নিয়ে কথা বলার?
কেউ কি নেই এই অপ্রথার প্রথা উল্টে দেবার?
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার এমবিবিএস / মাস্টার্স / এমবিএ সব এক নিমিষেই ধোঁয়ার মত উড়ে যাবে এই একটি কোশ্চেনের এনসার না পাবার কারণে। শেষ হয়ে যাবে আপনার বাবা মায়ের আজীবন লালিত স্বপ্ন যে সন্তান বিসিএস ক্যাডার হবে ।
মন্তব্য করতে লগইন করুন