কেন এত মানুষ রাজাকারের (!) জানাযায়?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৫ মে, ২০১৬, ০২:৫৬:২০ রাত



প্রথমত

তার বাবা খুন হন নিজে ক্ষমতায় থাকতে নিজেদের লোকের হাতে, নিজ সরকার ক্ষমতায় থাকতেও ৩ জন লোক প্রতিবাদে রাস্তায় নামেনি, জানাজায় ১৩ জনের বেশি লোক হিয় নি

কারণ, জনমনে স্বস্তি দেখা দেয় - ব্যারিষ্টার মইনুল হোসেনের ভাষায়

আর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী খুন হন বিরোধী মতের সরকারের হাতে, শত জুলুম খুন হামলা মামলা সত্তেও মানুষ স্বতস্ফুর্ত ভাবে মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে, জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল

কারণ, দেশবাসী জানে তিনি অত্যাচারের শীকার, এই খুন রাজনৈতিক প্রতিপক্ষ দমনে

দ্বিতীয়ত

যদি বলেন এতো মানুষ, সবাই জামায়াতের লোক; তাহলে বলাই যায় তিনি ছিলেন একজন সফল সংগঠক ও সফল রাজনীতিবিদ।

যদি বলেন এতো মানুষ, সবাই জামাতের লোক না; তাহলে এটাই তার প্রমাণ- তিনি কতটা জনপ্রিয় ছিলেন, মানুষের মনের গহীনে- কত গভীরে তিনি জায়গা করে নিয়েছিলেন। আর এটা তারও প্রমাণ তিনি একজন ভালো মানুষ ছিলেন, তাঁর বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

‘পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগী বাহিনী রাজাকার, আলবদর কিংবা আলশামসের বিরুদ্ধে ১৯৭১ সালে যেসব বর্বরতার অভিযোগ রয়েছে, তার একটির সাথেও জামাতের সরাসরি কোনো সম্পর্ক নেই।’

১৯৯৪ সালে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার বিষয়ে দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে এ কথা উল্লেখ রয়েছে।

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369091
১৫ মে ২০১৬ রাত ০৩:১০
এলাচি লিখেছেন : এ কথাটা ফেরাউন হাসিনা আর তার পান্ডারা যদি বুঝতো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File