''বাক-স্বাধীনতা কি অশ্লীল ও অপ্রাসঙ্গিক গালিগালাজ''

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১২ এপ্রিল, ২০১৬, ০৭:২১:২১ সন্ধ্যা

যা খুশি তা কি আসলেই বলা যায়? বলা উচিৎ? লাগামহীন,বেসামাল অপ্রাসঙ্গিক,অশ্লীল, গালিগালাজ, মন্তব্য, লেখালেখি এগুলো কি সভ্য মানুষের কাজ?

যেসব শাহবাগী তথাকথিত ব্লগার যারা ইসলাম, মহান আল্লাহ তায়া'লা ও নবী কারীমকে সাঃ গালি দেয়, তারা কি মেনে নেবে যদি তাদের বাবা-মা কে গালি দেওয়া হয়? অশ্লীল ভাষা ব্যাবহার করা হয়?

না, তা তারা মেনে নেবে না।

তাহলে আমরা কেন মানবো?

আসলে বলতে ও লিখতে হয় সম্মান দেখিয়ে,সম্মানীত হয়ে, যৌক্তিকভাবে, দায়িত্বশীলতার মাধ্যমে। তবেই যা ইচ্ছা তাই বলা ও লিখা যায়।

প্রকৃত অর্থে যারা ইসলামের সাথে এরুপ করে আসছে- এটা তাদের রুচি, বংশ, শিক্ষা ও অসভ্যতার বহিঃপ্রকাশ। এগুলো কক্ষনোই মান সম্মত লেখালেখি নয়, রুচিসম্মত কোন ব্লগ নয়, বরং এগুলো বিকারগ্রস্ত- মানসিক রোগী। এদের সুস্থ্য করার জন্য নিরাময় প্রয়োজন।

নাস্তিক হওয়া আপনার অধিকার, হতেই পারেন। কিন্তু আমাদের অধিকার হল আমাদের বিশ্বাস ও কর্মকে অশ্লীল ও অযৌক্তিকভাবে আক্রমণ করতে পারবেন না।

তবে খুন ও রক্তপাত মোটেও কাম্য নয়। সমাজ ও রাষ্ট্রকে তা সুন্দর প্রক্রিয়ায় সমাধান করতে হবে।

কিন্তু ইসলামের বিরুদ্ধে দুকলম গালিগালাজ করেই তারা ইউরোপ- আমেরিকার কাছে প্রমাণ করতে চায় যে- স্বদেশে বাক-স্বাধীনতা সীমিত হয়ে আসছে।

এক্ষেত্রে তারা দুইভাবে লাভবান হতে চায়- এক, বিদেশী ফান্ড ও ভিসা অব্যাহত রাখা ( সম্প্রতি নাকি ৩০ জন শাহবাগী এই অজুহাতে ইউরোপ- আমেরিকায় বসতি নিশ্চিত করেছে)। দুই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও খায়েস প্রকাশ নিশ্চিত করা।

অথচ ইউরোপ- আমেরিকা-ও কিন্তু যা খুশি তা হজম করে না, করার মত নয় আসলে। ইংল্যান্ডের রানীর বিরুদ্ধে অশ্লীল ও যা খুশি এমন মন্তব্য কি মেনে নেবে? বা তা কি আদৌ সভ্যতা? যে বা যারা তা করবে তারা কি হিরো হয়ে যাবে? তাহলে ইসলামের বিরুদ্ধে বাজে বলা হলে তা একইভাবে প্রতিহত করা হবে না কেন?

গতকাল ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি, প্রধানমন্ত্রী David Cameron কে ''Dodgy Dave'' বলায় স্পীকার তা প্রত্যাহার করতে অনুরোধ করেন, তা না করায় ওই এমপি কে হাউস থেকে বাকী দিনের জন্য বের করে দেওয়া হয়।

তাহলে বুঝা গেল- বাজে ভাষা ও মন্তব্য গ্রহণযোগ্য নয় কোথাও?

ইসলামের বেলায়?







Does free speech exist in human society?

Does really free speech make sense?

No.

Rather free speech with respect and responsibility has space in human society.

British MP Dennis Skinner was withdrawn today from the Parliament House after calling "Dodgy Dave" to the Prime Minister Cameron.

If a person is inappropriate with bad word, what about creator then? Why don't they take necessary action against them?

Yes, someone can be atheist but can s/he attack religion by their so-called writing?

Can I say whatever I like about Queen, King, ruler, prime Minister? No, I can't, I don't, I shouldn't.

About religion- why do they show their "double standard character?"

So, how some guys those who pronounce bad words with Almighty Creator Allah and his Messengers (PBUH) go unpunished?

Specially in Bangladesh........

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365535
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইসলামের বিরুদ্ধে লিখলে এটা অশ্লীল হয়না। বরং ইসলামের অন্যায় বিষয়গুলো দেখিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়!
365541
১২ এপ্রিল ২০১৬ রাত ১০:১৮
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : কোনটা ইসলামের অন্যায় মিঃ উদ্দিন? আপনার নাম জনাব সালাউদ্দিন, মানে দীনের ( ইসলামের) সালাহ, আর আপনি দীনের অন্যায় খোজে বেড়াচ্ছেন!!!
365604
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিশ্বের সেরা বিজ্ঞানীদের এক সম্মেলন বসেছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন যুগের বাঘা বাঘা বিজ্ঞানীরা সেখানে হাজির। তারা নিজেদের বিজ্ঞানী হয়ে উঠার গল্প বলছিলেন।
চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা বলছিলেন, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করে তিনি বিজ্ঞানী হয়েছেন। তাঁর রচিত আল-কানুন ফিত-তীব চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী রচনা যেটিকে এই শাস্ত্রের বাইবেল বলা হয়।

বিজ্ঞানী জাবির ইবনে হাইয়্যান জানালেন, তাঁর রসায়ন বিজ্ঞান নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হয়ে উঠার কাহিনী।

বিজ্ঞানী নিউটন জানালেন, মহাকর্ষ বল এর উপর গবেষণা করে তিনি বিজ্ঞানী হয়েছেন। গতিবিদ্যা সম্পর্কিত তাঁর তিনটি সুত্র পদার্থবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার।

বিজ্ঞানী আইনস্টাইন তাঁর শক্তির অবিনাশিতাবাদ তত্ত্বের কথা জানালেন।

এরপর বাংলাদেশের তিন মহান বিজ্ঞানী থাবা শয়তান, অভিজিৎ আর অনন্ত বিজয় দাস হাসতে হাসতে একযোগে মঞ্চে উঠলো এবং বললো, “‪#‎হেহেহে‬। আমরা কোন গবেষণা টবেষণা করি নি। আমরা শুধু ইসলাম ধর্মকে নিয়ে গালাগালি করেছি আর মিডিয়া আমাদের বিজ্ঞানমনষ্ক বানিয়ে দিয়েছে।”
365616
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৭
হতভাগা লিখেছেন : কথা বলার স্বাধীনতা একটা মানবাধিকার । এই কথা মিথ্যা বা গালি গালাজ হলেও মানবাধিকারের খাতিরে সেটাকে সয়ে যেতে হবে ।

বেশী কথা না বলে কাজ করে গেলেই উন্নতি লাভ করা যায় ।

জিয়াউর রহমান কথার উপর ট্যাক্স বসাতে চেয়েছিলেন । সেটাই ভাল হত - তাহলে বাংআলীর বক বকানী কমে যেত , বাধ্য হয়ে কাজে মন দিত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File