"আমিও চাই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে যাক।"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৩:৫৩ রাত
"আমিও চাই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে যাক।"
আমাকে কি দেশদ্রোহী/ ভারতের দালাল বা পাকি ইত্যাদি বিশেষণ দেওয়া হবে?
তাহলে মোদীর পার্টি বিজেপির নেতা যে বলছে?
বিজেপি'র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে যাবে।
-প্রথম আলো ডিসেম্বর ২৭, ২০১৫
ওরা যখন বলে ১৯৭১ এ ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তখন চেতনায় লাগে না। চেতনায় লাগে যদি বলা হয় লন্ডনে জনাব শেখ মুজিব ভুল করে ৩ লাখ বলতে যেয়ে ইংরেজীতে ৩ মিলিয়ন বলেছিলেন।
ওরা যখন বলে দুই বাংলা এক করে দাও, তখন চেতনায় লাগে না। চেতনায় লাগে যদি বলা হয় জয় বাংলা নয় বরং জয় বাংলাদেশ। বাঙ্গালী নয় বরং বাংলাদেশী জাতীয়তাবাদ। কারণ পশ্চিম-বঙ্গ বাংলাদেশ নয়।
ওরা যখন বলে ১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় দিবস, তখন চেতনায় লাগে না?
স্বাধীন দেশের ক্ষমতাসীনদের দেখেছেন এগুলোর প্রতিবাদ করতে?
দুই বাংলা এক করে দাও- ভারতের নায়কের দাবী করা সেই অনুষ্ঠানে আওয়ামিলীগের আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
এইতো সেদিন "১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় দিবস" উদযাপন করতে কোলকাতায় গিয়েছিলেন আওয়ামিলীগের কামরুল ইসলাম।
এই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা !!!
এটা মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশ্য ব্যাবসা। রাজনৈতিক খেলা।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১. ভারতমাতার শরীরে ফুটো সহ্য হচ্ছে না, ম্যাপটার পূর্ণতা দরকার।
২. বেড়াইতে যাওয়ার জায়গার কোনো অভাব হবে না...
.
.
বন্দে মা'তারাম...!!
মন্তব্য করতে লগইন করুন