"ঈসা আঃ বনাম খ্রীস্টমাসঃ পর্ব ৪
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৩:১৭ সন্ধ্যা
ঈসা আঃ মানুষকে তাঁর ইবাদত করতে বলেন নি, আরো ৪টি আয়াত পড়ে দেখুনঃ
একঃ আলে ইমরানঃ ৫১
ঈসা আঃ বলেছিলেন)" নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-তাঁর এবাদত কর, এটাই হলো সরল পথ।"
সুতরাং কিভাবে তিনি গড হতে পারেন? তিনি ও তাঁর খাঁটি অনুসারীরা মুসলিম ছিলেন।
দুইঃ আলে ইমরানঃ ৫২
অতঃপর ঈসা (আঃ) যখন বণী ইসরায়ীলের কুফরী সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী-সাথীরা বললো, আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর তুমি সাক্ষী থাক যে, আর তুমি সাক্ষী থাক যে, আমরা @মুসলিম@।"
তিনঃ আলে ইমরানঃ ৭৯
কোন মানুষকে আল্লাহ কিতাব, হেকমত ও নবুওয়ত দান করার পর সে বলবে যে, তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও -এটা সম্ভব নয়। বরং তারা বলবে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেমন, তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরা ও পড়তে।
চারঃ আলে ইমরানঃ ৮০
তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরী শেখাবে?
"তোমাদের @মুসলমান@ হবার পর তারা কি তোমাদেরকে কুফরী শেখাবে"?- এই কথাও প্রমাণ করে যে ঈসা আঃ মুসলিম ছিলেন, তাঁর প্রকৃত অনুসারীগণও।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন