''কত লোক মারা গেছে রে? ....... সঠিক হিসেবতো করা সম্ভব না তবে আমরা সাংবাদিকরা খোঁজ নিয়েছি ৩ লক্ষ হবে।''

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৩ ডিসেম্বর, ২০১৫, ১১:১৯:৫০ রাত

আসলে ৩ মিলিয়ন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এটা বললেই শুধু পক্ষের শক্তি হয়না, আবার ৩ মিলিয়ন নয় বরং ৩ লক্ষ- এটা বললেও মুক্তিযুদ্ধ ও শহীদদের অস্বীকার করা হয়না। কারণ সঠিক সংখ্যা গণনা করা সম্ভব নয় ।

যুদ্ধের সময় জনাব শেখ মুজিবুর রহমান দেশে ছিলেন না, ছিলেন পাকিস্তানে। মুক্তি পেয়ে তিনি লন্ডন এসে সাংবাদিকদের ৩মিলিয়ন বলে ফেলেন।

এখন কথা হচ্ছে ওই সময় যারা যুদ্ধের প্রত্যক্ষ ছিলেন এবং অংশ নিয়েছেন এবং যারা দেশে ছিলেন তাঁরাই সঠিক ( অবশ্যই আনুমানিক, কারণ সঠিক সংখ্যা গণনা করা সম্ভব নয়) সংখ্যা বলতে পারবেন।

আর যারা ওই সাংবাদিক সম্মেলনে লন্ডনে উপস্থিত ছিলেন- তাঁরাও বলতে পারবেন কীভাবে তিনি ৩ মিলিয়ন বলেছিলেন।

এমনই একজন হলেন বিবিসি বাংলার সাবেক প্রধান স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমান, যিনি তাঁর এই সাক্ষাৎকারে ( নিচের লিঙ্ক) বলেছেন- জনাব শেখ মুজিব তাকে জিজ্ঞেস করেছিলেন- কত লোক মারা গেছে রে? উনি তখন বলেছিলেন সঠিক হিসেবতো করা সম্ভব না তবে আমরা সাংবাদিকরা খোঁজ নিয়েছি ৩ লক্ষ হবে।

তারপর সাংবাদিক যখন তাঁকে জিজ্ঞেস করলো- তখন জনাব শেখ মুজিব ভুল করে হঠাৎ ৩ লক্ষকে ৩ মিলিয়ন বলে ফেলেন; আসলে ওটা হবে ৩ লক্ষ।

https://www.youtube.com/watch?v=rnaK3QGEGCI

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355121
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩৭
শেখের পোলা লিখেছেন : উনি সর্বান্তঃরণে বাঙ্গালী ছিলেন কিনা তাই লক্ষকে মিলিয়ন বলে ছিলেন৷ আমাদের কপাল ভাল যে বিলিয়ন বলেননি৷ আর তার সুযোগ্য উত্তরসূরী কন্যা বাস্তবে মানুষ মেরে তার কথাকে পূরণ করে চলেছেন৷
355126
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৭
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : মহান মুক্তিযুদ্ধে ৩ লক্ষ বাঙ্গালী আর ২৭ লক্ষ বিহারী শহীদ হয়েছে।
355146
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪৯
হতভাগা লিখেছেন : ভাল করে খোঁজ নিলে দেখা যাবে যে মুক্তিযুদ্ধে কোন বাংলাদেশীই মারা যায় নি ।

পূর্ব পাকিস্তানে হাওয়া খেতে আসা নিরীহ পাকিস্তানী জোয়ানদের শুধু শুধুই মেরেছে পূর্ব পাকিস্তানের লোকেরা ।
355286
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৪৭
দ্য স্লেভ লিখেছেন : সংখ্যা যাইহোক নিরিহ মানুষকে হত্যা করা হয়েছে এটাই ব্যাপার। আর এই বিষয়টা নিয়ে পক্ষ বিপক্ষ তৈরী করে কোনো লাভ হয়নি সাধারন মানুষের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File