শবে কদর কি ২৭ রমাদান?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৮ জুলাই, ২০১৫, ০৫:০২:৫৫ বিকাল
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
শবে কদর রমাদানের শেষ দশ দিনের বিজোর রাত্রে বিদ্যমান। " হাদীসে বলা হয়েছে- "তোমরা রমাদানের শেষ দশকে বিজোর রাত্রিতে শবে কদর তালাশ করো।"
- বোখারী শরীফ, হাদীস নং ১৯০০
এ হিসেবে ২১, ২৩, ২৫,২৭ এবং ২৯ রমাদান শবে কদর। শুধু ২৭ তারিখ শবে কদর মনে করা বোকামী ও হাদীসের পরিপন্থী।
আমি একে নাযিল করেছি শবে-কদরে।
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
সুরা আল কাদর
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিসেবে ২১, ২৩, ২৫,২৭ এবং ২৯ রমাদান শবে কদর। শুধু ২৭ তারিখ শবে কদর মনে করা বোকামী ও হাদীসের পরিপন্থী।
সহমত জানাচ্ছি।
জাযাকাল্লাহু খায়েরান
মন্তব্য করতে লগইন করুন