মানুষ শরীরে বাঁচে না , মানুষ বেঁচে থেকে কর্মে ও আদর্শে

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১২ এপ্রিল, ২০১৫, ০৩:৫৩:৩০ রাত



জনাব কামারুজ্জামানের কণ্ঠ রোধ করতে হলে বাংলাদেশে কোটি ফাঁসির আয়োজন করতে হবে।

ওহে অবুঝের দল, মানুষ শরীরে বাঁচে না , মানুষ বেঁচে থেকে কর্মে ও আদর্শে। প্রিয় নেতা শ্রদ্ধেয় শহীদ কামারুজ্জামান ও শহীদ আঃ কাদের মোল্লা তেমনি দুইজন- সাহসী বীর। তাঁরা যে মরেও বেঁচে আছেন, আল্লাহর ওয়াদা আল কোরআনে। তোমরা কীভাবে তাদের মারার দুঃসাহস দেখাও!!!

আসল বিচার হবে হাশরের মাঠে, দেখা হবে সেদিন; প্রস্তুত আছো তোমরা?

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314427
১২ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৪
একটি সকাল লিখেছেন : ওগো মাবূদ যাদের উপর চরম নির্যাতন ও যুলুম করা হচ্ছে তা তুমি নিশ্চয় জানো। তোমার উপর অগাধ বিশ্বাস ও ঈমানের বলে বলিয়ান হয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত তার পরিচয় দিয়ে গেছে। আমরা খাবাব এর মতো ইমানদার নই তবে তারই ছিটে ফোটা দেখিয়ে গেছে যারা তাদের দেখে ঈর্ষা হয়। খাব্বাব,আব্দুল্লাহ ইবনে রওহার মতো ঈমান আমাদের দাও।
314469
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File