একতাই শক্তি, একতাই বল
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৫ এপ্রিল, ২০১৫, ০৭:৫৮:৪৭ সন্ধ্যা
এক বিজ্ঞ লোক অন্তিম শয্যায় ৩ ছেলেকে ডাকলেন। বললেন সবাই একটি করে কঞ্চি নিয়ে আসবে।এবারে ৩টি কঞ্চি একসাথে করে বড় ছেলেকে ভাঙতে বললেন, সে পারলোনা। মেঝ ছেলেকে একসাথে ভাঙতে বললেন সেও পারলোনা। ছোট ছেলেও পারলোনা। এখন ১টি করে কঞ্চি ভাঙতে বলার সাথে সাথেই যার যার মত ভেঙে ফেলতে সক্ষম হল। বিজ্ঞ পিতা বললেন - এভাবেই তোমরা ৩ ভাই এক থাকতে পারলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, কেউ ষড়যন্ত্র করতে পারবে না। পিতা ইন্তেকাল করলেন।
আমি ছোট বেলায় এই শিক্ষণীয় গল্পটি পাঠ্যপুস্তকে পড়েছিলাম, ভুলে গেছি সম্ভবত ক্লাস ফাইভ বা সিক্স হবে। আহারে দুঃখের বিষয় এরকম ভালো গল্প হয়তো এখন আর পাঠ্যপুস্তকে নেই।
এই গল্পটির বাস্তব শিক্ষা আমাদের রাষ্ট্র, সমাজ ও প্রতিটি পরিবারে আজ খুবই প্রয়োজন।
বিষয়: বিবিধ
৪১৮৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা বদের দল!
হুম, আপনার গল্পের শিক্ষা আজ বড়ই প্রয়োজন।
মন্তব্য করতে লগইন করুন