নন্দিত বনাম নিন্দিত
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ এপ্রিল, ২০১৫, ০৩:২৩:৪৪ রাত
আপনি অন্যায়ের প্রতিবাদে পদত্যাগ করে ১৬ কোটি মানুষের কাছে হয়েছেন নন্দিত, আর ১২৪ কোটির ভারত ও আইসিসি ( ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) হয়েছে নিন্দিত।
ঠিক একইভাবে দেশের রাজনীতিবিদেরা দেশের স্বার্থে এক থাকলে, জনগণের ভাষা ও দাবী বুঝতে পারলে ১৬ কোটি কর্তৃক নন্দিত হবেন, আর ষড়যন্ত্রকারী- স্বার্থবাদী যারা- আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে খেলতে চায় তারা হবে নিন্দিত।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১২ কোটি টাকা শেয়ার বাজার লুটপাটের কথা অরিচেই ভুলে গেছি....!!!!!
মন্তব্য করতে লগইন করুন