গঠনতন্ত্র অনুযায়ী শিরোপা তুলে দেয়ার কথা সভাপতির
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ৩০ মার্চ, ২০১৫, ০৩:২৫:০৩ রাত
Again SHAMELESS India uses muscle power. This is how ICC has become "Indian Cricket Council."
সংগঠনের সভাপতি হয়েও পুরস্কার মঞ্চে ছিলেন না আ হ ম মুস্তফা কামাল বিজয়ী দলকে শিরোপা তুলে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান ইন্ডিয়ান এন শ্রীনিবাসন। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, শিরোপা তুলে দেয়ার কথা সভাপতির।
(ICC) President Mustafa Kamal left the Melbourne Cricket Ground(MCG) even before the final between Australia and New Zealand finished.
It was ICC chairman N Srinivasan, who handed the World Cup to champion team, though "The ICC constitution states that head of the body will hand out the trophy".
ভারত দক্ষিণ এশিয়ার ইসরাইল।
একটা বিষয় কিন্তু পরিষ্কার হলো। আর সেটি হচ্ছে- মওকা মওকা ভিডিও ও আইসিসি এবং আম্পায়ারদের ম্যানেজ করে গাঁয়ের জোড়ে ভারতের জয়ের পর আগে যারা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে নীরব ছিল বা ভারত আমাদের ৭১ সালে সহযোগিতা করেছে, আমাদের তিনদিকে ভারত একটি শিক্তিশালী দেশ প্রভৃতির অজুহাতে এক ধরনের অন্ধ চেতনা ও তথাকথিত প্রগতিবাদের সমর্থক ছিল- তাঁরা সবাই এখন সমস্বরে গর্জে উঠেছে এবং ভারতের আসল নগ্ন চরিত্র দিবালোকের মত তাদের কাছে অত্যন্ত পরিষ্কার।
আর যারা এর পরও মুখ খোলেনি বা প্রতিবাদ জানায়নি তারা দেশের অভ্যন্তরে তরুণ প্রজন্মো কর্তৃক অত্যন্ত জোড়ালো ভাবে সমালোচিত ও বর্জিত হবে জনসম্মুখে, হোক সেটা খেলার মাঠে, রাস্তায়-বাসে কিংবা নির্বাচন- রাজনীতিতে; নিশ্চিত করে এটা বলা যায়।
আসলে ভারত দক্ষিণ এশিয়ার ইসরাইল।
Guys keep it up for the sake of our beloved Bangladesh.
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন