ভারত দক্ষিণ এশিয়ার ইসরাইল।
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২২ মার্চ, ২০১৫, ০২:১৯:১৮ রাত
একটা বিষয় কিন্তু পরিষ্কার হলো। আর সেটি হচ্ছে- মওকা মওকা ভিডিও ও আইসিসি এবং আম্পায়ারদের ম্যানেজ করে গাঁয়ের জোড়ে ভারতের জয়ের পর আগে যারা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে নীরব ছিল বা ভারত আমাদের ৭১ সালে সহযোগিতা করেছে, আমাদের তিনদিকে ভারত একটি শিক্তিশালী দেশ প্রভৃতির অজুহাতে এক ধরনের অন্ধ চেতনা ও তথাকথিত প্রগতিবাদের সমর্থক ছিল- তাঁরা সবাই এখন সমস্বরে গর্জে উঠেছে এবং ভারতের আসল নগ্ন চরিত্র দিবালোকের মত তাদের কাছে অত্যন্ত পরিষ্কার।
আর যারা এর পরও মুখ খোলেনি বা প্রতিবাদ জানায়নি তারা দেশের অভ্যন্তরে তরুণ প্রজন্মো কর্তৃক অত্যন্ত জোড়ালো ভাবে সমালোচিত ও বর্জিত হবে জনসম্মুখে,হোক সেটা খেলার মাঠে, রাস্তায়-বাসে কিংবা নির্বাচন- রাজনীতিতে; নিশ্চিত করে এটা বলা যায়।
আসলে ভারত দক্ষিণ এশিয়ার ইসরাইল।
Guys keep it up for the sake of our beloved Bangladesh.
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝলেন কিছু? দেশ প্রেমিক বলে কথা!
মন্তব্য করতে লগইন করুন