নইলে যে কোন অর্জনই অর্জন নয়।
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৭ মার্চ, ২০১৫, ০৯:১১:৫৭ রাত
আমাদের তরুণ ক্রিকেটাররা বাংলাদেশ কে বহির্বিশ্বে তুলে ধরেছেন অত্যন্ত দারুনভাবে।
এবার রাজনীতিবিদ ও শাসকগোষ্ঠীর পালা।নইলে যে কোন অর্জনই অর্জন নয়।
জাতিসংঘ, ইইউ, আমেরিকা, ইংল্যান্ড সহ গোটা বিশ্ব বলছে-সংলাপে বসুন, নির্বাচন দিন।
দেশবাসি আশা করছে- সরকার মুল্যবোধ, আইন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নতুন নির্বাচন দিয়ে দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে অগ্রণী ভুমিকা পালন করবে
১৯৯৬ সালে বিএনপি সরকারে থেকে যে নির্বাচন করেছিল, সেই সরকার মাত্র ২/১ মাস টিকে ছিল; কিন্তু কেন? ২ টি কারণ ভেবে দেখা যেতে পারে।
১, আওয়ামিলীগের অবরোধ, হরতাল, জ্বালাও- পোড়াও এখনকার চেয়েও মারাত্মক ও ভয়াবহ ছিল।
২, বিএনপি মুল্যবোধ, আইন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়।
তাহলে সমাধান কার হাতে?
গোটা বাংলাদেশ ও সারা দুনিয়া বলছে, সংলাপে বসুন, নতুন নির্বাচন দিন। কিন্তু শাসক গোষ্ঠীর ইগো প্রবলেমের কারণে মুল্যবোধ, আইন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে না।
বিষয়: বিবিধ
৮৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন