তবুও চেতনার(!) জয় হোকঃ এই কি আমাদের সেই বাংলাদেশ? // সত্যি-ই পুলিশী এই রাষ্ট্র আমাদের প্রত্যাশিত বাংলাদেশ নয়।
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৬ মার্চ, ২০১৫, ০২:২৬:৫৪ রাত
১, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সে রাতের ঘটনা: বিএনপি নেতা সালাহ উদ্দীন গুম
বিএনপি নেতা সালাহউদ্দিনকে তুলে নেয়ার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই বাসায় আর কোন নেতার যাতায়াত ছিল কিনা বা কে কে আসতেন তা আমাদের কাছে জানতে চায়। ওই দারোয়ান আরও জানান, একটি সাদা মাইক্রোবাসে জিন্স ও টি-শার্ট পরা সাত-আটজন যুবক বাড়ির মূল গেট খোলতে বলে। গেট খোলতে দেরি হলে তাদের পরিচয় জানতে চাইলে আমাদের চড়থাপ্পড় মেরে নিচতলার ছোট একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা দ্বিতীয় তলায় গিয়ে সালাহউদ্দিনকে গামছা দিয়ে চোখ বেঁধে ফেলে। সালাহউদ্দিন ওই সময় লুঙ্গি পরা ছিলেন। তারা সাদা মাইক্রোবাস করে ১১ নম্বর রোডের দিকে চলে যায়।
মানবজমিনঃ http://mzamin.com/details.php?mzamin=Njc5Nzk%3D&sMg=%3
২, পুলিশের বাসায় মিলল অপহৃত শিশুর লাশ ( দেখুন এই বালকটি কিভাবে আপনার- আমার দিকে চেয়ে আছে)
এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিরা হলেন মহানগর পুলিশের বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান, র্যাবের কথিত ‘সোর্স’ গেদা মিয়া ও ওলামা লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবদুর রকিব।
সিলেট নগরের কুমারপাড়ায় পুলিশের এক সদস্যের বাসা থেকে গতকাল শনিবার রাত ১১টার দিকে অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ করে হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে।
নিহত শিশুর নাম আবু সাঈদ (১০), তাঁর বাবার নাম মতিন মিয়া। সাঈদ রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
প্রথম আলোঃ http://www.prothom-alo.com/bangladesh/article/477607
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন