"মরুভুমির কৃষক বনাম আমাদের বাংলাদেশ // দেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলে বানিয়েছে সিরিয়া"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৪ মার্চ, ২০১৫, ০২:১৫:৫৬ রাত
৪০ বছর আগে আরব আমিরাতের যেই মরুভুমিতে আরবের দরিদ্র লোকেরা ছাগল ও দুম্বা চড়াতো, আজ সেই জায়গায় পৃথিবীর সেরা শহর, উচ্চতম বিল্ডিং। দুবাই-য়ে আজ বাংলাদেশ থেকে কাজের জন্য হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে।
৪৪ বছর আগে বঞ্চনার শীকার, স্বাধীন হওয়া একটি দেশ আজো সুশাসন, জনমতের গুরুত্ব আর উন্নয়নের মুখ দেখলো না।দাসত্বের শৃঙ্খলায় বন্দি- ই রয়ে গেল। দুই ফ্যামিলির দুইজন নেতার নাম ভাঙিয়ে আজ যারা সস্তা চেতনার রাজনীতি করছেন, তারা কামিয়েছেন অনেক- বাড়ি, গাড়ি, ব্যবসা আর বিত্তের পাহাড়।তাই দুই দলের রাজনীতির তথাকথিত এই চেতনা ব্যবসায় লোকের অভাব হয়নি, হচ্ছেও না। শুধু অবহেলিত মানুষ, গ্রামীণ জনপদ, রাস্তায়- মাঠে- ময়দানে-উতপাদনে কর্মঠ শ্রমজীবি বনি আদমের কোন পরিবর্তন হয়নি।
রাস্তা- ঘাট নেই, ভালো স্কুল নেই, পর্যাপ্ত হাসপাতাল নেই, পুরো থানায় একটি মাত্র বিকল অ্যাম্বুলেন্স, দুর্নীতি গ্রস্থ প্রতিটি জনসেবা দপ্তর, শিক্ষা- জ্ঞান- বিজ্ঞান চর্চা অপর্যাপ্ত ব্যবস্থা, কৃষক ও কৃষির উন্নয়নের অভাব, নাগরিক সুবিধার ছোঁয়া মাত্র নেই, গ্রামীণ- শহুরে বৈষম্য, বেকারত্ব, রাজনৈতিক দুঃবৃত্তায়ন- এ অবস্থায় ডিজিটাল ঠকবাজির মধ্য দিয়ে চেতনার বুলি আওড়িয়ে সত্যিকারের দেশ গঠন সম্ভব নয়।কিন্তু শাসকেরা যুগের পর যুগ তাই করে যাচ্ছেন।
সর্বশেষ, ২০০৮ সালের ডিসেম্বরে ডিজিটাল বাংলাদেশের কথা বলে দেশকে সিঙ্গাপুর বানানোর মিথ্যা অঙ্গিকারের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসলেন, ৫ বছরের ব্যবধানে ৭৫ এর বাকশাল কেও হার মানিয়ে গোটা দেশকে আজ সিরিয়া বানিয়ে ফেলেছে।
ভাত- কপড়ের সাথে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি অভাব, আর তা হলো- নিজস্ব পছন্ত তথা জনমত তথা ভোটাধিকার হরণ।
আজ আর গোলা ভরা ধান নেই ( কারণ কৃষক অবহেলিত, কৃষির উন্নয়ন হয়নি, কৃষক পণ্যের দাম পায় না, গ্রামীণ অবকাঠামো নেই ), গোয়াল ভরা গরু নেই, পুকুর ভরা মাছ নেই, নদীতে পানি নেই, আর পানিতে মাছ নয় ভেসে উঠে লাশ।
চেতনা ব্যবসা বন্ধ হোক, সত্যিকারের মুক্তি আসুক দেশে, দেশ এগিয়ে যাক উন্নয়নে- এটাই আজকের প্রজন্মের প্রত্যাশা।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন