প্রসঙ্গ রুবেল-হ্যাপী এবং রুবেলের পারফর্মেন্স

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১০ মার্চ, ২০১৫, ০৬:৩৬:৩০ সকাল

হ্যাপী ও রুবেল তাদের নিজ ইচ্ছায় অপকর্মে জড়িয়েছে

দুজনই সমান দোষে দোষী

যদিও বাংলাদেশী সমাজ এ ক্ষেত্রে পুরুষের উপরই দায় চাপায়

তবে বিয়ে করতে রাজী হলে আর কোন দোষ থাকেনা

পুলিশ- আদালত- আইন এক্ষেত্রে মেয়েদের পক্ষেই থাকে

একজন মানুষের অনৈতিক কাজ ও চারিত্রিক পদস্খলন থাকা সত্ত্বেও

অতি আবেগ, সস্তা প্রগতিবাদ ও সস্তা চেতনায় নিমজ্জিত হয়ে

আমরা বাংলাদেশীরা যে কাউকে হিরো বানাই, আবার যে কাউকেই জিরো বানাই

রুবেল দারুন খেলেছে

তাই বলে এটি তাকে সার্টিফিকেট দেয় না যে, সে নির্দোষ

আমি ভালো করেই টের পাচ্ছি, এতদিন যারা রুবেল কে দোষারোপ করছিল

তাদের অনেকেই মত পাল্টাচ্ছে,ইশ! দেখ-দেখ,রুবেল কারাগারে থাকলে বাংলাদেশ দলের অনেক ক্ষতি হত

যে কি না একটি মেয়ের সাথে প্রতারণা করতে পারে

যে কি না এত বড় মিথ্যা বলতে পারে

সে কী পারে না ম্যাচ ফিক্সিং করতে?

যার একটি মেয়ের প্রতি এত লোভ

সে কী পারেনা, টাকার লোভ করতে?

তাই বলতে ইচ্ছে করে জেলী ফিসের মগজের মতই আমাদের বাংলাদেশীদের মগজ ও আবেগ। মুহূর্তে আসে মুহূর্তে যায়।আমাদের স্থায়ী কোন আদর্শ ও চরিত্র নেই। এ বোধের অভাবেই আমরা দেশ বা জাতি হিসেবে এতটাই পিছিয়ে।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308159
১০ মার্চ ২০১৫ সকাল ১১:৩১
হতভাগা লিখেছেন : রুবেল কি দোষী প্রমানিত ?

তবে রুবেলের চেহারা দেখলে কেন জানি মনে হয় যে, সে নির্দোষ না ।

যাদেরকে আইকন মেনে ছোট ছোট পোলাপানরা বড় হয়ে উঠে তাদেরকে বিহেভিয়ার ট্রেনিং দেওয়া উচিত । কারণ তারা পুরো দেশ ও জাতিকে প্রতিনিধিত্ব করে।

ইনফ্যাক্ট , এটা সবারই থাকা উচিত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File