চরম ভারসাম্যহীন-বৈষম্যময় সমাজ
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৮ মার্চ, ২০১৫, ১০:৪৫:২৪ রাত
একদিকে নারী প্রধানমন্ত্রী, নারী স্পীকার/ অপরদিকে নারী রাস্তায় ইট ভাঙ্গা কর্মী
চরম ভারসাম্যহীন-বৈষম্যময় সমাজ।
বয়সটা ষাট পেরোলেও কারও ওপর নির্ভরশীল নন রাবেয়া বেগম। ইট ভেঙে যে টাকা পান, তা দিয়েই চলেন তিনি। ছবিটি রাজশাহী নগরের উপরভদ্রা এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, প্রথম আলো।
দমন-পীড়ন তো রয়েছেই
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীর যে অধিকার পাওয়ার দরকার তা তো নবীজী (সাঃ) ই দিয়ে গেছেন।
তাদের মধ্যেই দেশের প্রধান হয় । পুলিশের লাথ্থি গুতাও খায়, আবার রাবেয়া বেগমের মত এরকম হাঁড় ভাঙ্গা দিন মজুরীও করে ।
নাচতে নামলে ঘোমটা দেবার কোন মানেই হয় না ।
মন্তব্য করতে লগইন করুন