ক্ষমতাসীন রাঘব বোয়ালেরা কেন আসামী হয়নি?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:০১:০৬ রাত



২৫ ফেব্রুয়ারি ২০০৯, ৫৭ জন আর্মি অফিসারের খুনে লাল পিলখানা ট্র্যাজেডির কারণে একটি স্মরণীয় দিন।

বি ডি আর সাধারণ কোন সদস্য এই কাজ করেনি, অথচ বিচার হয়েছে তাঁদেরই। ক্ষমতাসীন রাঘব বোয়ালেরা কেন আসামী হয়নি? সেটাই হোক এই শোকাবহ দিনের প্রত্যয়

ওই ৫৭ আর্মি অফিসারদের জীবিত রেখে শেখ হাসিনা আজ যা যা করছে, তা করতে পারতোনা বিধায়-ই পরিকল্পিত এই রাষ্ট্রীয় হত্যা, যাতে দাদা বাড়ীর পূর্ণ সহযোগিতা ছিল ।

ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এবং দেশ বিরোধী কর্মকান্ড পরিচালনা করতে-ই সেদিন নির্মমভাবে হত্যা করা হয় সেনা সদস্যদের।

-ইতিহাসের নারকীয় এই হত্যাকান্ডের বিচার কবে হবে.…???

-প্রকৃত হত্যাকারীরা কখন শাস্তি পাবে.…??

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306063
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৮
হতভাগা লিখেছেন : সেনা বাহিনীকে সম্ভব সব ধরনের সাহায্য করা হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File