বলুন তো সমস্যা তৈরি করেছে কারা?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ৩১ জানুয়ারি, ২০১৫, ০৯:২৮:২০ রাত
দয়া করে কেউ কি বলবেন, ৯৬ সালে তত্ত্বাবধায়ক ইস্যুতে আওয়ামিলীগের আন্দোলনে এসএসসি পরীক্ষা কয় মাস পিছিয়েছিল? বিএনপি কিন্তু দেশ, আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। তাহলে এখন নয় কেন?
একদিকে এসএসসি পরীক্ষার স্বার্থে অবরোধ প্রত্যাহারের আহবান, অপরদিকে সোমবারের আগেই সাবেক একজন প্রধানমন্ত্রীর অফিসের বিদ্যুৎ, পানি, গ্যাস আর ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
এটা কি সভ্য আচরণ?
বিরোধী জোটকে কি আন্দোলনে বাধ্য করা হচ্ছে না?
মানে কি এই নয় যে, অবৈধ এই যালিম সরকারের কোন বিরোধিতা করা যাবে না ?
আরে ভাই!
"খালেদা জিয়া" নামক একজন ব্যক্তির সাথে এমন ন্যাক্কার জনক আচরণ করা হচ্ছে- এমন ধারনা কেন করছেন?
বরং গণতান্ত্রিক দেশে বিরোধী রাজনৈতিক পক্ষ হল জনগণের ভয়েস। সুতরাং একজন নেত্রীর প্রতি শুধু এই আচরণ নয় বরং গোটা দেশের প্রতি। এটা অন্যায়। এটা প্রতিরোধ্য।
আর সমাধান চাইলে আমাদেরকে মূলে ফিরে যেতে হবে।
সেটা হল- ৫ জানুয়ারির নির্বাচন সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ।
এটা ছিল একতরফা, ভোটার বিহীন, গাঁয়ের জোড়ে ক্ষমতা দখল।
৯৬ সালে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সংবিধানে জায়গা পেল, সেবার এস এস সি পরীক্ষা ৩ মাস পিছিয়েছিল।
আর সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা অনৈতিকভাবে সংবিধান থেকে কেন সরানো হল?
এবার বলুন তো সমস্যা তৈরি করেছে কারা?
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্যার মূলে আছে ৩জনঃ
১। মওদুদ।
২। একজন প্রকাশ্য ঘুষখোর বিচারক।
৩। একজন ক্ষমতালোভী ও ভীত ..
বিএনপি দেড় মাসও ক্ষমতায় থাকতে পারে নি ১৫.০২.১৯৯৬ এর নির্বাচন করে আর আওয়ামী লীগ এক বছর পার করে দিয়েছে ।
কিভাবে সম্ভব হল ?
১৯৯৬ সালে বিএনপি সরকারে থেকে যে নির্বাচন করেছিল, সেই সরকার মাত্র ১ মাস টিকে ছিল; কিন্তু কেন?
২ টি কারণ
১, আওয়ামিলীগের অবরোধ, হরতাল, জ্বালাও- পোড়াও এখনকার চেয়েও মারাত্মক ও ভয়াবহ ছিল।
২, বিএনপি মুল্যবোধ, আইন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়।
মন্তব্য করতে লগইন করুন