মন্ত্রী(?) মহসিন আলীর এই বক্তব্য ধর্ম, আইন ও সংবিধান পরিপন্থী।

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ৩০ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৬:০৩ সকাল

মন্ত্রী(?) মহসিন আলীর এই বক্তব্য ধর্ম, আইন ও সংবিধান পরিপন্থী। কারণ ইতোপূর্বে বোরখা/ হিজাব কিংবা নেকাব সংক্রান্ত আদালতের নির্দেশনা বা ব্যাখ্যা হচ্ছে- কাউকে জোড় করে বোরখা/ হিজাব কিংবা নেকাব পরিধানে বাধ্য করা যাবে না। ঠিক একই ভাবে কেউ স্বেচ্ছায় পালন করলে তাতে বাধাও দেওয়া যাবে না। আর ন্যূনতম জ্ঞান রাখেন এমন প্রত্যেকেই জানেন যে "বোরখা/ হিজাব কিংবা নেকাব" ইসলাম ধর্মের অনুশাসন। সুতরাং মহসিন আলীর নিম্নোক্ত এই বক্তব্য সংবিধানের আলোকে ধর্মীয় স্বাধীনতায় স্পষ্ট হস্তক্ষেপ। এটা কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাতেরও শামীল।

সুতরাং কেউ কি আদালতে এ ব্যাপারে মহসিন আলীর বিরুদ্ধে মামলা করতে পারি না?

খবরঃ ‘বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না’

-মহসিন আলী

যারা বোরকা পরে তারা কলেজের ছাত্রী হতে পারবে না বলে জানিয়েছেন সমাজ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজের লীলানাগ হলের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা জানান।

ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে সংবিধানের 'তৃতীয় ভাগ' 'মৌলিক অধিকার' সেকশনে বলা হয়েছে-

৪১। (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে

(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;

(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302145
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৭
শেখের পোলা লিখেছেন : এ বিড়াল এক টানে ঘণ্টা ছিঁড়ে ফেলবে তাই পট বরিবর্তন হলে ঘণ্টা অবশ্যই কেউ না কেউ বাঁধবে৷
302168
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৭
sarkar লিখেছেন : মহসিন মিয়া কে মামলা দিয়ে কাজ হবে না।তবে হ্যাঁ মামলা হতে পারে তাদের কে ছাগলেরর মত টেনে যখন হ্মমতা থেকে নামানো হবে তখন।আর সেই দিন দুরে নয়।
302174
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই আদালত ও তাদের!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File