"ফিরে দেখা বাংলাদেশ : রাজনীতি নয় আসুন সত্য ইতিহাস জানি // ১১ মিনিটে বাকশাল হলে আজ গণ-দাবী তত্ত্বাবধায়ক নয় কেন?"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৬ জানুয়ারি, ২০১৫, ০৪:২৯:০৫ রাত



একঃ

আজ ২৫ জানুয়ারি,একদলীয় শাসন প্রতিষ্ঠার সেই কালো দিবস বাকশাল।ওইদিন সংসদে তত্কালীন প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান পেশকৃত চতুর্থ সংশোধনী বিল পাস হয়। এর মাধ্যমে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন তথা বাকশাল গঠনের পথ উন্মুক্ত করা হয়।

মাত্র ১১ মিনিটে চতুর্থ সংশোধনী বিলটি সংসদে গৃহীত হয় এবং তা আইনে পরিণত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিলটি নিয়ে সংসদে কোনো আলোচনা বা বিতর্ক অনুষ্ঠিত হয়নি। এ বিলের মাধ্যমে প্রশাসন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন সাধন করে রাষ্ট্রপতি হিসেবে জনাব শেখ মুজিবুর রহমান দেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণাধিকারী হন।

চতুর্থ সংশোধনী বিল পাসের এক মাস পর অর্থাত্ ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তত্কালীন রাষ্ট্রপতি জনাব শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের সব মৌলিক রাজনৈতিক অধিকার হরণ করেন। এদিন তিনি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)’ নামে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করেন। একইসঙ্গে নিজেকে এই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।

তিনি বাকশালের দর্শন বাস্তবায়নের জন্য ১৯৭৫ সালের ১৬ জুন দেশের সবক’টি সংবাদপত্র বিলুপ্ত করেন। শুধু সরকারি ব্যবস্থাপনায় দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার এবং বাংলাদেশ টাইমস—এ চারটি পত্রিকা সাময়িকভাবে প্রকাশনার সুযোগ দেয়া হয়।

দুইঃ

১৯৭০ সালের নির্বাচনে যেই দলটি সর্বাধিক ভোট পেয়ে "ইউনাইটেড পাকিস্তানের" নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, ২০১৪ সালে সেই দলটিই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে , রাজনৈতিক দেউলিয়ায়, অগণতান্ত্রিকভাবে গায়ের জোড়ে ক্ষমতায়।

কোথায় ১৯৭০ এর নির্বাচন!

আর কোথায় ৫ জানুয়ারি ২০১৪!!

যেখানে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধেই ছিল স্বাধীনতার হুঙ্কার,

যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতই ছিল স্বাধীনতা-সংগ্রামের ভিত্তি;

সেখানে, ৪৪ বছরে কী পেল বাংলাদেশ?

আমরা কী এগিয়েছি নাকি আরো পিছিয়েছি?

কোথায় থাকতে পারতাম আমরা, আর আছি কোথায়???

এ কোন বাংলাদেশ?

এ কেমন মুক্তি?

নোটঃ ৭ জানুয়ারি- ১৭ জানুয়ারি, ১৯৭০ পাকিস্থানের সংবিধান রচনার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্থানের ১৬৯ টি আসনের ১৬৭ টিই পায় আওয়ামিলীগ।

উৎসঃ স্বাধীনতার ঘোষণা পত্র, মুজিব নগর সরকারঃ http://www.bpedia.org/P_0289.php

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301763
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ ইতিহাস মনে করিয়ে দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৪
244213
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : সালাম। জাযাকাল্লাহ খাইর। দেশের মানুষ মুক্তি পাক, সেটাই আমাদের প্রত্যাশা।
301768
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৩১
sarkar লিখেছেন : আমরা আজ আইয়ামীলীগের নৌকায় আছি।যেই নৌকা আমাদের কে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৫
244214
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জী ঠিকই বলেছেন, কিন্তু সবাই সতর্ক থাকলে দেশবাসির জয় হবেই ইনশাআল্লাহ
301783
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গায়ের জোড়ে অনেক কিছু করা যায় কিন্তু মানুষের হ্রদয় দখল করা যায়না।
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৬
244216
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : দেশের মানুষ জেগে উঠুক, সব নিক্ষিপ্ত হবে দূরে, সত্যের আলো জ্বলবেই ইনশাআল্লাহ
301818
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
301843
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
মোতাহারুল ইসলাম লিখেছেন : বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুজিছ বাকশাল
প্রশাসন থেকে সংসদ, তাকাও সবখানে পাবে বাকশাল।
301865
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : বাংলাদেশের মানুষ বাকশাল কে সফল হতে দেয়নি, আজো দেবে না ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File