"ফিরে দেখা বাংলাদেশ-২০১৪: রাজনীতি নয় আসুন সত্য ইতিহাস জানি"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৩ জানুয়ারি, ২০১৫, ১০:৩৩:৩০ রাত

১৯৭০ সালের নির্বাচনে যেই দলটি সর্বাধিক ভোট পেয়ে "ইউনাইটেড পাকিস্তানের" নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, ২০১৪ সালে সেই দলটিই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে , রাজনৈতিক দেউলিয়ায়, অগণতান্ত্রিকভাবে গায়ের জোড়ে ক্ষমতায়।

কোথায় ১৯৭০ এর নির্বাচন!

আর কোথায় ৫ জানুয়ারি ২০১৪!!

যেখানে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধেই ছিল স্বাধীনতার হুঙ্কার,

যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতই ছিল স্বাধীনতা-সংগ্রামের ভিত্তি;

সেখানে, ৪৪ বছরে কী পেল বাংলাদেশ?

আমরা কী এগিয়েছি নাকি আরো পিছিয়েছি?

কোথায় থাকতে পারতাম আমরা, আর আছি কোথায়???

এ কোন বাংলাদেশ?

এ কেমন মুক্তি?

নোটঃ ৭ জানুয়ারি- ১৭ জানুয়ারি, ১৯৭০ পাকিস্থানের সংবিধান রচনার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্থানের ১৬৯ টি আসনের ১৬৭ টিই পায় আওয়ামিলীগ।

উৎসঃ স্বাধীনতার ঘোষণা পত্র, মুজিব নগর সরকারঃ http://www.bpedia.org/P_0289.php

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299141
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৫
হতভাগা লিখেছেন : স্বাধীনতা মানে শত্রু দেশ হতে মুক্তি পাওয়াই শুধু নয় , স্বনির্ভরশীল হয়ে নিজেদের গড়ে তোলা । তাতেই স্বাধীনতার প্রকৃত মানে অর্থবহ হয়ে উঠে।

সমসাময়িক স্বাধীন হওয়া দেশ গুলোর দিকে তাকালে আমাদের হতাশাই বাড়ে।
০৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪২
242601
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, কিন্তু বাংলাদেশ কোথায়?
০৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪২
242602
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, কিন্তু বাংলাদেশ কোথায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File