"শিশু জিহাদের গলিত লাশ নয়ঃ এ যে দেশের সার্বিক চিত্র"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৭ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৫:০২ রাত



যেদেশে রানা প্লাজায় ১১৩৪ টি তাজা খুনের প্রকৃত বিচার এখনো হয়নি.........

সেখানে সামান্য একজন দারোয়ানের ছেলে জিহাদ, পাইপের গর্তে মরে- পচে- গলে পড়ে থাকলেও কারো কিছুই আসে যায়না !!!

তবুও জানতে মন চায়, আদালত কি স্বপ্রণোদিত হয়ে রেলওয়ের এই প্রজেক্টের সাথে জড়িত কর্তা ব্যক্তিদের যথাযথ শাস্তি দানে রুল জারী করিবেন??? নাকি সরকার প্রধানের স্পেশাল হুকুমের প্রতিক্ষায় তাঁরা অপেক্ষমান???

রেলমন্ত্রী কোথায়? তাঁকে তো মিডিয়ায় দেখা যাচ্ছে না? এই প্রজেক্টের কর্তা ব্যক্তিরা কোথায়? তাদের কি শাস্তি হবে?

কীভাবে এত্ত বড় গভীরতার একটি পাইপ উন্মুক্ত রেখে রেলওয়ের ওই পানির পাম্পের পাইপের পাশেই আরেক জায়গায় গর্ত খুঁড়ে পানির পাইপ বসানোর কাজ চলছে???

কেন এতো অরাজকতা?

এ কোন মগের মুল্লুক?

এ কোন বাংলাদেশ?

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297601
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৩
ব্লগার ভুত লিখেছেন : তিনটা নাটক দেখলাম আরো কয়টা দেখতে হয় আল্লাহ ই ভালো যানেন Sad Sad
297619
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২২
udash kobi লিখেছেন : গোটা দেশটাই তো রে ভাই পাইপের ভিতর ঢুকানো হচ্ছে!!
.
শ্বাস কষ্টে আছে শ্যামল বাংলা
Crying
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১৫
240999
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : Yes Vai that's true
297630
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৩১
sarkar লিখেছেন : একজন অবুঝ জিহাদ মরিয়া প্রমান করিল একটা দেশের একটি সরকারী বাহীনি (ফায়ার ব্রগ্রেড) সহ একজন মন্ত্রী (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) কত বড় অপদার্থ।অথচ এইসব অপদার্থ রাই দেশ পরিচালনা করিবার জন্য সংবিধান অনুযায়ী স্বপথ করিয়া ছিল।স্বপথ বাক্যের সূন্দর কথার সাথে অপদার্থদের কাজের সাদৃস্য না থাকায় তাহাদের কে বিচারের আওতায় আনা দরকার।তাই নয় কি?
298835
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩০
তিমির মুস্তাফা লিখেছেন : কার বিচার- কে করবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File