"খৃষ্টান ও মুসলমানদের মধ্যে মিল"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৫:৩৬ রাত
আজ কালের খৃষ্টান ও মুসলমানদের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়, আর তা হল তারা কেউ আর চার্চে যায়না।
যারা এই ১ ডিগ্রি তাপমাত্রার ঠাণ্ডায় মদ নিয়ে উলঙ্গ হয়ে নাচতে-নাচতে মাতাল, তারা কক্ষনোই ঈসার আঃ অনুসারী নয়। কারণ ঈসা আঃ ও তাঁর মা মারিয়াম আঃ আল্লাহ তে বিশ্বাসী পরহেজগার ও ধার্মিক ছিলেন।
যে মূর্তিকে খৃষ্টানরা মারিয়াম মনে করে, খেয়াল করে দেখুন তিনি আপাদ- মস্তক ভদ্র ও মার্জিত পোষাকে সম্ভ্রান্ত একজন "হিজাবী মহিলা"। আর যে মূর্তিকে তারা ঈসা আঃ মনে করে, খেয়াল করে দেখুন- তিনি একজন দাঁড়ি ওয়ালা সুন্দর পোষাকে আবৃত ভদ্র মানুষ।
ঈসা আঃ বলেছিলেন)" নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-তাঁর এবাদত কর, এটাই হলো সরল পথ।" - আলে ইমরানঃ ৫১
1. JESUS SAID, ''....... I am returning to my father and your father, to
my God and your God. '' (JOHN 20;17)
2. Same saying came in the Quran as well:
Jesus (PBUH) said: Indeed, Allah is my Lord and your Lord, so worship Him. That is the straight path." -Sura Al I'mran: 51
Note: Here Father means "Lord" not like biological father.
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিলের ক্ষেত্রে উভয় দলের 'চার্চে না যাওয়া' না বলে আলাদা ভাবে চার্চ ও মসজিদ বলা ভাল ছিল!
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ.....।
মন্তব্য করতে লগইন করুন