"লন্ডনে ফরহাদ মাজহারঃ যারা বলেন ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র আর বাঙ্গালী জতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা, তারা প্রতারণা ও বিশ্বাস ঘাতকতা করছেন"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৩:১৩ রাত
(আমি পড়ে দেখলাম, নিচের লিঙ্কে যেয়ে "Proclamation of Independence -স্বাধীনতার ঘোষণা পত্র" পড়ে আসতে পারেন; ফরহাদ মাজহার সত্য বলেছেন।)
১, যারা বলেন ১৯৬৬ সালের ৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, তারা ভুল এবং মিথ্যা বলছেন। কারণ, ৬ দফা ছিল পাকিস্থান কাঠামোর মধ্যে থেকে পূর্ব পাকিস্থানের অধিকার রক্ষা করা।
২, যারা বলেন ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র আর বাঙ্গালী জতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা, তারাও ভুল এবং মিথ্যা বলছেন। কারণ পড়ে দেখুন তাজ উদ্দিনের নেতৃত্বে ১০ এপ্রিল মুজিবনগরে স্বাধীনতার যে ঘোষণা পত্র তৈরি করা হয় সেখানে মুক্তিযুদ্ধের চেতনা -
ক) সাম্য
খ) মানবিক মর্যাদা ও
গ) সামাজিক ইনসাফ - এই ৩টির কথা বলা হয়েছে।
(আর এই ৩টির প্রতিষ্ঠায় মাওলানা ভাসানী বলেছিলেন- খেলাফতে রবুবিয়াত তথা আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমেই একমাত্র তা সম্ভব।)
(Please Read here: http://www.bpedia.org/P_0289.php ,
in order to ensure for the people of Bangladesh A) equality, B) human dignity and C)social justice......
কোথাও ১,ধর্মনিরপেক্ষতা, ২, সমাজতন্ত্র আর ৩, বাঙ্গালী জতীয়তাবাদ উল্লেখ নাই। কারণ নিম্নের এই সকল কারণে এই ৩টি মেনে নেওয়া যায়না।
১, ধর্মনিরপেক্ষতাঃ গণতন্ত্র নিজেই একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যেখানে গণতন্ত্র আছে সেখানে আলাদা করে আবার ধর্মনিরপেক্ষতার দরকার পড়ে না। কারণ নির্বাচনের মাধ্যমেই সকল মত ও ধর্মের প্রতিফলন ঘটবে। ইউরোপ- আমেরিকায় ধর্মনিরপেক্ষতা হল অপরের প্রতি শ্রদ্ধা,সহন শীলতা, ঔদার্য, বাক স্বাধীনতা। কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে ব্যবহার করা হচ্ছে ইসলাম বিদ্বেষী হিসেবে। যদি গণতন্ত্র থাকে , বাড়তি ধর্মনিরপেক্ষতার মানে হল আপনি বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করতে চান, আপনি বাংলাদেশে মুসলমানদের থেকে ইসলামকে উৎখাত করতে চান। আমরা এটা মানবোনা।
২, বাঙ্গালী জতীয়তাবাদ: এটি racism । মানে হল বাংলাদেশে বাঙ্গালী ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাদের কথা সত্য হলে মানে দাঁড়ালো- বাংলাদেশ হল একটি racist রাষ্ট্র। যা আমরা মানিনা।
৩, সমাজতন্ত্রঃ সমাজতন্ত্র মানেই প্রগতিশীলতা নয়। মার্ক্সের বইতে তা বলা আছে। এর বিভিন্ন রকম আছে। সবার সমাজতন্ত্র ভালো নয়, গ্রহণ যোগ্য নয়। কারণ হিটলারের সমাজতন্ত্র ছিল। মুসোলিনের সমাজতন্ত্র ছিল। সমাজতন্ত্র ফ্যাসিশট দেরও দর্শন হতে পারে। কাজেই এটাও গ্রহণযোগ্য নয়।
ফরহাদ মাজহারের বক্তব্যঃ
১ম অংশঃ https://www.facebook.com/video.php?v=10203231903414028&set=vb.1102083422&type=2&theater
২য় অংশঃ https://www.facebook.com/video.php?v=10203232009776687&set=vb.1102083422&type=2&theater
৫৩ মিনিটের এই বক্তব্যে- ধর্ম- দর্শন, ইতিহাস, বাংলাদেশ এবং আইনের শাসন- বিষয়ে কম পক্ষে ১০টি বই পড়ার জ্ঞান অর্জিত হবে, আমার বিশ্বাস।
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন