গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কবে ?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১১ নভেম্বর, ২০১৪, ০৮:৪৮:৫৯ রাত

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সাবেক মন্ত্রী মহীউদ্দিন আলমগীরকে " রাজাকার" বলায়।( বঙ্গবীর কিন্তু যুক্তি দিয়ে দায়িত্ব নিয়ে বলেছেন যে মহীউদ্দিন আলমগীর ৭১ সালে পাকিস্তান সরকারের ডিসি ছিলেন......)

তাহলে..

১, তারাতো বঙ্গবীরকেই রাজাকার বলেছেন বহুবার, তাদের বিরুদ্ধে কবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে?

২, সেক্টরস কমান্ডার্স ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ কে কবে গ্রেপ্তার করা হবে? কারণ তিনি সম্প্রতি মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারকে এখন আর মুক্তিযোদ্ধা বলা যাবে না বলে মন্তব্য করেছেন, তিনি এও বলেছেন একে খন্দকার স্বাধীনতাযুদ্ধে যাননি।http://mzamin.com/details.php…

৩, জিয়াউর রহমান সাহেবকে মন্ত্রী কামরুল ইসলাম অহরহ রাজাকার, পাকিস্তানের এজেন্ট ইত্যাদি বহু গুণে (!) সম্বোধন করেছেন, করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে?

৪, ডঃ পিয়াস করিম সহ আরো যাঁদের রাজাকার বলা হচ্ছে ("৪৩ বছর পরেও রাজাকারের সংখ্যা বেড়েই চলেছে) তাদের বিরুদ্ধে কবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে?

ইদানিং জনাব বঙ্গবীরকে মিডিয়ায় কথা বলতে দেখা যাচ্ছে না, বিশেষ করে তাঁর ভাইয়ের ঘটনার পর। তাহলে কী তিনি মন্ত্রী ভাইয়ের জোড়েই কথা বলতেন?

এই যদি অবস্থা দাঁড়ায় তাহলে সাধারণ মানুষের পক্ষে কথা বলার সাহসী মানুষেরা.........

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283338
১১ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৫
হতভাগা লিখেছেন : কাদের সিদ্দীকির খেলা শেষ
283407
১২ নভেম্বর ২০১৪ রাত ০১:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আওয়ামী লীগএ যুদ্ধঅপরাধী থাকতে পারেনা।
283489
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৬
নাছির আলী লিখেছেন : আমার মনে হয় আমরা জুলোমবাজ রাজার রাজ্যে বাস করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File