"যত গন্ধ এদের মুখে"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৮ আগস্ট, ২০১৪, ০৫:০৬:৪৫ বিকাল

চল, নারায়ণগঞ্জে চল!



সৈয়দ মন্ত্রীর নাম পুরোটা না হলেও আংশিক আমাদের মুখস্থ হয়ে গেছে। ধারণা করছি, মুরব্বি একজন ‘রাবিশ’ বলে যে খ্যাতি অর্জন করেছেন, তাঁর পদাঙ্ক অনুসরণে ‘খবিশ’ বলে খ্যাতিমান হতে চাইছেন এই নতুন মন্ত্রী।

সাংবাদিকদের এবার ‘অশালীন’ হুমকি দিলেন সমাজকল্যাণমন্ত্রী- প্রথম আলো ১৮/০৮/১৪

মন্ত্রী আরও বলেন, ‘আমি পারি, ওই যে...সাংবাদিক, সিলেটের সাংবাদিক যারা আমার .... ... ঢুকাতে চায়, তাদেরকে যেকোনো ... ... করি দিতে পারি। কিন্তু তা আমি করি না। আমি বলব, আসুন, আমার সাথে বসুন। আপনারা অন্যায় টিপ্পনি কাটবেন আর আমি সহ্য করব, আমি সেই মন্ত্রী নই।’



খাদ্যমন্ত্রীকে খাদ্য নিয়ে কথাবার্তা বলতে শুনিনি। তবে ‘খ’ অক্ষরটা নিশ্চয় তাঁর অতি প্রিয়। কারণ, তাঁর সব বক্তব্যের মূলেই ‘খ’ অর্থাৎ খালেদা জিয়া।



বিএনপি আন্তর্জাতিক জঙ্গিবাদের সহযোগী সংগঠন : কোনদিন যাতে ক্ষমতায় আসতে না পারে দেশবাসীর প্রতি সৈয়দ আশরাফের আহ্বান

-ইনকিলাব

সীমান্তের ঘটনায় আমরা উদ্বিগ্ন নই।

বিদেশে যেয়ে লাল পানি ও স্যান্ডউইচ খেয়ে যে কেউ নোবেল পেতে পারে- ডঃ ইউনুস কে লক্ষ্য করে।



৪ হাজার কোটি টাকা তেমন কিছু না ( সোনালী ব্যাংক দুর্নীতি প্রসঙ্গে), টোটালী রাবিশ..........



যারা হরতাল করবে তাদেরকে বাড়িতে যেয়ে হত্যা করা হবে। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করা যাবে না



আওয়ামিলীগ আমলে নৌ- দুর্ঘটনা হ্রাস পেয়েছে।



পুলিশ, র‍্যাব শান্তিপূর্ণ ভাবে শাপলা চত্তর থেকে "হেফাজতের" সন্ত্রাসীদের সরিয়ে দিয়েছে। https://www.youtube.com/watch?v=bjg0TqziqBU

আপনি কি রাস্তার সন্তান? : খালেদাকে হানিফ http://www.onbangladesh.org/newsdetail/detail/200/86945



বিএনপির চরিত্র পাশবিক. এদেরকে নির্মূল করতে হবে : মতিয়া চৌধুরী http://www.gnewsbd.net/2014/08/18/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%A6/





ইনুঃ আশা করছি আপনারাই কিছু লিখবেন এখানে।

মখা ও ইনু প্রসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী https://www.youtube.com/watch?v=Re_6xt3qZWY#!



ঐতিহাসিক ধাক্কা তত্তের জনক

যোগাযোগমন্ত্রীর চ্যালেঞ্জ- প্রথম আলো ১৩/৮/১৪

দায়িত্ব দেওয়া হলে সাত দিনের মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ সব মহানগরের সড়কগুলো ঠিক করে ফেলার চ্যালেঞ্জ



অথচ রাস্তা এমনঃ



অতি সম্মানীয় উনার প্রসঙ্গে কিছু না বলাই ভালো। তবে এসবের প্রধান তিনি, এটাই বড় পরিচয়। আর সব গন্ধের মূলেই তিনি। যে কারনেই সবার মুখে ও মনে এত বিশ্রী গন্ধ।

বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255580
১৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্যাপক বিনোদন পাইলাম, আরো বিনোদনের অপেক্ষায়, আশা করি নিরাশ করবেন না!

ধন্যোবাদ আপনাকে
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
199244
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : এগুলো জাতীয় বিনোদন, রাষ্ট্রীয় ভোগ
255604
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : সবই দেখি আওয়ামী ফিরিস্তি। বিএনপি কি ধোয়া তুলসি পাতা?
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
199243
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : সে দায়িত্ত আপনাকেই দিলাম
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১০
199245
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : সে দায়িত্ত আপনাকেই দিলাম। এগুলো মিথ্যা কিনা বলুন। কম্পেয়ার করলে কি এগুলো গ্রহণযোগ্য হয়ে যাবে। নিরপেক্ষ থাকা মানে কি লেভেল প্লেয়িং উইথ বিএনপি?
255639
১৮ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
সবুজেরসিড়ি লিখেছেন : হিরক রাজার মন্ত্রি পরিষদ . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File