"আলো থেকে বঞ্চিত রেখেছো তোমায়"......
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৬ জুলাই, ২০১৪, ১২:১৪:৩৮ রাত
জুলাই- আগস্টের দিকে ভালই গরম পড়ে ইংল্যান্ডে। ৩০-৩১ ডিগ্রিও হয়ে যায় মাঝে মাঝে । আর এই সামারে বেশী গরম পড়লে যা হয় - এ দেশের মেয়েরা কাপড় ছেড়ে একদম শয়তান বনে যায় । কাপড় গায়েও যেন উলঙ্গ। তো এরকম এক গরমের দিনে বাসের উপরের ডেকের একদম সামনের বাম সীটে বসেছি, খেয়াল করে দেখলাম ডান পাশের সীটে একটা সাদা মেয়ে বসে আছে ।
বাস চলতে-চলতে Pedestrian Priority'র (পদযাত্রী পারাপার) হলুদ বাতির কাছে এসে থামলো। সামনে বসায় সহজেই গ্লাস ভেদ করে দেখলাম দুই জন বোরখা পড়া হিজাবী সিস্টার তাদের তিন-তিন ৬টি বাচ্চা সহ বাসের সামনে দিয়ে পাড় হয়ে যাচ্ছেন । আমার চোখ পড়লো বাসের সাদা অর্ধ উলঙ্গ মেয়েটির দিকে বলতে গেলে আমি হিজাবী বোন দুটোকে দেখার পর ইচ্ছা করেই তাকালাম। দেখলাম সে খুব খারাপ ভাবে মুসলিম হিজাবী বোনদের দিকে তাকাচ্ছে আর ভাবছে ইশ মেয়ে দুটো ধর্মের নামে কী কষ্টেই না আছে, না আছে তাদের স্বাধীনতা আর না আছে এই সামার উপভোগ করার মত স্বল্প বসনে বের হয়ে নিজেকে একটু খানী মেলে ধরার অভিপ্রায় । ইশ! এই অল্প বয়সে ৩ বাচ্চার মা হয়ে কী অবস্থা করে ফেলেছে শরীর ও চেহারার ! ভালো যে আমি মুসলিম না, নয়তো আমিও এই স্বাধীন জীবন, ভোগ বিলাস আর বয় ফ্রেন্ডের সাথে অবাধে মেলামেশা করার আনন্দ থেকে বঞ্চিত হতাম । আর এই মেয়েদের মত ৩ টা তো দূরে থাক ১ টা বাচ্চা হলেই তো আমি আর কোন বয় ফ্রেন্ডের সাক্ষাতই পাবো না । উহ! ভাবতেই দম বন্ধ হয়ে আসছে । এই মেয়ে দুটো কি মানুষ না কোন উজবুক ? এদের কী কোন আনন্দ-ভোগ-বিলাশ নেই? যে ধর্ম আমাকে বঞ্চিত করে সেটা আমার কল্যান করবে কিভাবে?
আমি তখন মেয়েটার দিকে তাকিয়ে মনে-মনে ভাবলাম.....
মেয়ে তুমি সব পুরুষের কিন্তু কোন পুরুষ তোমার নয়,
মেয়ে তুমি হাজারো পুরুষের আনন্দের খোরাক কিন্তু তোমার আপন কেউ নয়,
মেয়ে তুমি হাজারো পুরুষের আনন্দ দেবার শরীর কিন্তু কোন মন তোমার নয়,
মেয়ে তুমি নিত্য ব্যবহার্য পণ্যের মত, তোমাকে সবাই ব্যবহার করে তারপর ফেলে যায়,
মেয়ে তুমি সর্বদাই শঙ্কায় থাক,হাজারো পুরুষের চোখে তোমায় সুন্দরী দেখাক, তুমি সর্বদাই অন্যের কেউ তোমার নয়; তোমার ব্যক্তিত্ত সেটাই যা হাজারো পুরুষের চোখে তোমার রুপের স্বীকৃতি ।
মেয়ে তোমার ঘর নেই, তুমি সবার ঘরে আনন্দ বিতরণ কারিনী, তোমার সন্তান নেই- স্বামী নেই, মাতৃত্তের মমতা থেকে তুমি বঞ্চিত রেখেছ তোমায়, তোমার কষ্ট আছে কিন্তু সেই কষ্ট ভাগাভাগি করার কেউ নেই, তোমার সমাজ নেই, তুমি আলো থেকে বঞ্চিত রেখেছ তোমায় তাই তোমার নগ্ন শরীর নিয়ে তুমি আলোতে-সমাজেবিচরণ কারিনী নও বরং তুমি নিজেকে বাজে- নোংরা বিলাসিতায় মিশিয়ে দিয়েছ তোমায়।
আর বাচ্চা সহ আমার বোন গুলোর ঘর আছে, সন্তান আছে, স্বামী আছে, কষ্ট ও আনন্দ ভাগাভাগি করার আপনজন আছে , সে সব পুরুষের নয়; সে একজনের । তার সমাজ আছে, আলো আছে, মন ভরা শান্তি আর আছে পরপারের নেয়ামাত ভরা বাগান ।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন