আমেরিকা ও ইংল্যান্ডে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে লোক নিচ্ছে। বিরাট অফার চলছে...... দেখুন সেই অফারঃ
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৪ জুলাই, ২০১৪, ১১:০৪:০৯ রাত
আমেরিকা ও ইংল্যান্ডে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে লোক নিচ্ছে। বিরাট অফার চলছে......
১, যোগ্যতা মাত্র এএস সি পাশ।
২, যাদের তাও নেই তাঁদের ব্যাংকে ১ লাখ টাকা দেখালেই চলবে।
৩, যত অ্যাপ্লিকেশন জমা পড়বে ততই নেওয়া হবে।
৪, ১ জুলাই থেকে পরবর্তী ১ মাস এই সুযোগ থাকবে।
৫, কোন IELTS লাগবেনা।
৬, যে কোন বয়সের লোক আবেদন করতে পারবে।
কত লোক অ্যাপলাই করবে, ধারনা করতে পারেন?
এই রমাদানে বিশেষ অফার চলছে, আমরা কী অ্যাপলাই করেছি?
আমরা কী কোরআন বুঝে বুঝে পড়ছি?
আমরা কী নামাজী হয়ে গেছি?
আমরা কী তাওবা করেছি?
আমরা কী বাবা মায়ের সেবা করছি?
আমরা কী জুলুম ছেড়ে দিয়েছি?
আমরা কি হারাম থেকে বিরত রয়েছি?
আমরা কী জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছি?
আমরা কী অন্যের সাথে ভালো আচরণ করি?
আমরা কী বেচা- কেনা, লেন- দেনে হালাল- হারাম মেনে চলেছি?
আমরা কী গুনাহ মাফ করে নিয়েছি?
আমরা কী জাহান্নাম থেকে নিজেদের বাঁচিয়েছি?
আমরা কী এখানে অ্যাপলাই করতে প্রতিযোগিতায় লিপ্ত?
দেখুন সেই অফারঃ সুরা আলে ইমরান- ১৩৩-১৩৪
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।
যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন।
তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।
তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান।
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইরান।
আচ্ছা, আইডি নেইম পরিবর্তন করা যায় কিভাবে? যেমন আমি রঙ্গিন স্বপ্ন পরিবর্তন করে নিজের নাম বসাতে চাই? হেল্প করবেন, প্লীজ।
মানুষ জেনে গেছে- কোরানের জলবায়ুতে তালেবান, বোকোহারাম ছাড়া ভাল কিছু পয়দা হয় না।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
মন্তব্য করতে লগইন করুন