দাম্ভিক চেতনা বচন বনাম নিরীহ সত্য বচন

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০১ জুন, ২০১৪, ০৫:১৬:৩৪ বিকাল

দাম্ভিক চেতনা বচন

“কনটেমপ্ট অব কোর্ট হলে আই ডোন্ট কেয়ার”

এখানে এতগুলো ক্রেস্ট দেয়া হয়েছে কোনটায় স্বর্ণ বেশি কোনটায় কম তা দেখার বিষয় নয়। আমার মনে হয় মুক্তিযুদ্ধের সম্মাননার বিষয়টিকে আড়াল করার জন্যই কোথায় সোনা কম কোথায় বেশি তা আলোচনায় আনা হচ্ছে।

স্বর্ণকার মায়ের গহনা বানালেও সোনা চুরি করে। আমাদের সম্মাননা দেয়া নিয়ে কথা। সেই ক্রেস্টে স্বর্ণ কত আনা আছে তা দেখার বিষয় নয়। আমরা সম্মাননা দিয়েছি তারা নিয়েছে।

সত্য বচনঃ

নিরীহ সত্য বচন

বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ছাড়ে না ।

-সুরঞ্জিত

কাক কাকের গোশত খায়না ।

-প্রবাদ

হাসিনা সগোত্রীয় কাবাব খুবই পছন্দ করে= চেতনার সোনালী যুগ ।

- ফেনী- নারায়ঙ্গঞ্জ

হাসিনার প্রিয় জিনিস ২ টি- লাশ ও টাকা

- মুক্তিজোদ্ধা মতিউর রহমান রেন্টু

'আমার ফাঁসি চাই' নামক বই।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229121
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
সন্ধাতারা লিখেছেন : হাসিনার প্রিয় জিনিস ২ টি- লাশ ও টাকা অনেক ধন্যবাদ
০১ জুন ২০১৪ রাত ০৯:১৩
175923
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হাসিনার প্রিয় জিনিস ২ টি- লাশ ও টাকা

- মুক্তিজোদ্ধা মতিউর রহমান রেন্টু

'আমার ফাঁসি চাই' নামক বই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File