আমরা কি এই সস্তা চেতনা চেয়েছিলাম নাকি একটু বাঁচতে চেয়েছিলাম !!!

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৬ মে, ২০১৪, ০৬:৫২:০২ সন্ধ্যা





২৪ এপ্রিল ২০১৩ । ‘রানা প্লাজা’ ধস । মারা হয় (মাত্র) ১১৩৫ জন শ্রমিক। আহত হন আরও কয়েক শতাধিক। গত শুক্রবার ভবন ধসের ঘটনার ১৩ মাস পূর্ণ হয়েছে।



প্রয়োজনঃ ৩২০কোটি টাকা ।

জমাঃ ১৩৬ কোটি টাকা৷ এই টাকা রয়েছে রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফােন্ড

প্রদানঃ ১৪ কোটি ২০ লাখ টাকা৷ প্রত্যেক ক্ষতিগ্রস্ত পেয়েছেন মাত্র ৫০ হাজার টাকা ।

রানা প্লাজার পাঁচ কারখানায় পোশাক তৈরি করাত এমন ২৯ ব্র্যান্ডের মধ্যে এখনো অর্থ দেয়নি

১৫টি ।



আটকে আছে উদ্যোগ । কারণ-

১. ক্ষতিপূরণ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কমিটি প্রতিবেদন দিলেও হাইকোর্ট এখনো কোনো সিদ্ধান্ত দেননি

২. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।

নিষ্ক্রিয় বিজিএমইএঃ

শ্রমিকদের বেতন, চিকিৎসা, পুনর্বাসন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান বাবদ সাড়ে ১৪ কোটি ব্যয় করেই দায়িত্ব শেষ করেছে সংগঠনটি ।

সূত্র: জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজিএমইএ ও ওয়েবসাইট

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226551
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
173505
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
173506
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : মাননীয় আদালত ও বিচারকবৃন্দঃ

কারণে অকারণে আপনারা আদালত ও বিচারক অবমাননার "স্বপ্রনোদীত রুল" জারী করেন, এমন কি আপনাদের পবিত্র চেহারা পানে চক্ষু তুলিয়া তাকাইলেও।

আপনারা কি এই বিষয়ে দয়া -পরবশ হইয়া স্বপ্রনোদীত রুল জারী করিবেন?
(নাকি উল্টো আমাকে আদালতে তলব করিয়া সমন জারী করিবেন???)

বিষয়ঃ রানা প্লাজা ধ্বসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।

জানতে চাইঃ অবশিষ্ট ১০৫ কোটি টাকা কোথায় আছে???
226565
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাকি টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস মালিক আর বিল্ডিং এর মালিক কে ক্ষতিপুরন দেয়ার প্রস্তাবও আসতে পারে!!! কারন অর্থনৈতিক যুক্তিতে তারাও ক্ষতিগ্রস্থ। বিজিএমইএ আবার দাবি করছে শ্রমিকদের নাকি বেশি টাকা দেয়া যাবেনা কারন তারা ফকিন্নির পুত।
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
173500
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : দারুন বলেছেন, আপনি
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
173501
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : দারুন বলেছেন, আপনি
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
173503
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : মাননীয় আদালত ও বিচারকবৃন্দঃ

কারণে অকারণে আপনারা আদালত ও বিচারক অবমাননার "স্বপ্রনোদীত রুল" জারী করেন, এমন কি আপনাদের পবিত্র চেহারা পানে চক্ষু তুলিয়া তাকাইলেও।

আপনারা কি এই বিষয়ে দয়া -পরবশ হইয়া স্বপ্রনোদীত রুল জারী করিবেন?
(নাকি উল্টো আমাকে আদালতে তলব করিয়া সমন জারী করিবেন???)

বিষয়ঃ রানা প্লাজা ধ্বসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।

জানতে চাইঃ অবশিষ্ট ১০৫ কোটি টাকা কোথায় আছে???
226579
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই টাকা গুলোর সুষম বন্টন হোক এটাই কাম্য। কিন্তু এখানে তো সুষম বলতে এখন কিছু নাই সো যা হবার তাই হবে
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
173504
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : মাননীয় আদালত ও বিচারকবৃন্দঃ

কারণে অকারণে আপনারা আদালত ও বিচারক অবমাননার "স্বপ্রনোদীত রুল" জারী করেন, এমন কি আপনাদের পবিত্র চেহারা পানে চক্ষু তুলিয়া তাকাইলেও।

আপনারা কি এই বিষয়ে দয়া -পরবশ হইয়া স্বপ্রনোদীত রুল জারী করিবেন?
(নাকি উল্টো আমাকে আদালতে তলব করিয়া সমন জারী করিবেন???)

বিষয়ঃ রানা প্লাজা ধ্বসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।

জানতে চাইঃ অবশিষ্ট ১০৫ কোটি টাকা কোথায় আছে???
226596
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
হতভাগা লিখেছেন : আপনার বিরুদ্ধে সুয়োমোটো রুল জারি হবে । খালি খালি ঝামেলা ডাইকা আনেন ।
226600
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আমি প্রস্তুত, সাথে ১৬ কোটি মানুষ , যেখানে কোন আওয়ামিলীগ নাই।
226603
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ওরা মানুষ না , আওয়ামিলীগ
জয় বাংলা
রানা কে সামলা।
226672
২৬ মে ২০১৪ রাত ০৯:১৮
বুঝিনা লিখেছেন : রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ওরা মানুষ না , আওয়ামিলীগ
জয় বাংলা
রানা কে সামলা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File