কয়েকটি ছবি বনাম রাজনৈতিক ভণ্ডামিঃ

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৪ মে, ২০১৪, ০৬:৩৪:৪৬ সন্ধ্যা

কয়েকটি ছবি বনাম রাজনৈতিক ভণ্ডামিঃ

তবে বিস্তর পার্থক্য বিদ্যমান-

প্রথম ২ ছবিতেঃ নিজেদের নাগরিকদের মেরে-কেটে, ক্ষুধায় কষ্ট দিয়ে বাইরের প্রভুদের এরা খুশী রেখে চলেছে যুগ- যুগ ধরে।





পরের ৩ টি ছবিতেঃ নিজেদের নাগরিকদের দুনিয়ার বেহেস্তে রেখেছে, জনগণের সামান্য পান থেকে চুন খসলে নেতাদের খবর আছে! তবে এরা গত ১৪ টি বছরে ২টি (মাত্র) দেশ ( আফগান ও ইরাক) গুড়িয়ে দিয়েছে । আর ফিলিস্তিনে সেই ১৯৪৮ থেকে হাজার-হাজার নারী-শিশু ও নাগরিকদের বিনা কারণে হত্যা করে চলেছে। অথচ নাইজেরিয়ায় সম্প্রতি গুম হওয়া ২০০ স্কুল বালিকা নিয়ে এদের এই মায়া কান্না- bring back our girls !!!









বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221524
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
নীল জোছনা লিখেছেন : সবই রাজনীতির খেল। পৃথিবীটাই একটা রাজনীতির পেন্ডোরার বক্সে পরিণত হতে চলেছে।
221551
১৪ মে ২০১৪ রাত ০৮:০৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এরা আমাদের নিয়ে রাজনীতি করে। আমাদের কাঁদায় আমাদের হাসায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File