নারায়ণগঞ্জে দেখছি কোটির নীচে কোন আলাপ নেই......

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৭ মে, ২০১৪, ০৪:৫২:০২ বিকাল



নারায়ণগঞ্জে দেখছি কোটির নীচে কোন আলাপ নেই......

১ কোটি, ৬ কোটি , ১২ কোটি .........

এত্ত টাকা তারা পায় কৈ???

শহীদুল ইসলামের সাক্ষাৎকার

নজরুলকে ফেরত পেতে র‌্যাবকে দ্বিগুণ টাকা সেধেছি । ( তার মানে ১২ কোটি) ।

-প্রথম আলো

নিহত নজরুলের শশুর শহীদুল ইসলাম দাবি করেন র‍্যাব ৬ কোটি টাকা নিয়ে গুম করেছে।

এর আগে ইকবাল ১ কোটি টাকায় র‌্যাবকে দিয়ে নজরুলকে তুলে নিয়ে গিয়েছিল। আমি গিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। -প্রথম আলো

-শামীম ওসমান

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218641
০৭ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
হতভাগা লিখেছেন : কোটি টাকা নিয়ে আলাপ নেই কারণ সেখানে অনেক কোটিপতির বসবাস ।
218648
০৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : হুম নিলাম হয় । কে কত দিতে পারবে। তারপর হত্যা করা হবে।
০৭ মে ২০১৪ রাত ০৯:২২
166693
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম কিন্তু জাতি মুক্তি পাবে কবে?
218651
০৭ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
ছিঁচকে চোর লিখেছেন : আজকালকার যুগে টাকার কোনো ভেল্যু আছে বলেন। এই যে আমি এত টাকা কামাই করি থাকে না। সব জলে যায়। আমি অবশ্য ওত টাকার মুখ দেখিনি কখনো।
০৭ মে ২০১৪ রাত ০৯:২৩
166695
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জীবনেরতো ভ্যলু আছে ভাই!
218663
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
অনেক পথ বাকি লিখেছেন : কোটি টাকার কমে কি পোষায় বলেন ?
০৭ মে ২০১৪ রাত ০৯:২৪
166696
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : বাংলাদেশীরাতো এই বাংলাদেশ চায়নি!!!
218684
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আঁধার কালো লিখেছেন : ঠিক বোলেসেন ভাই কোটি টাকার কমে কি পোষায় ?
০৭ মে ২০১৪ রাত ০৯:৩০
166701
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জীবনের কোন দাম নাই বাংলাদেশে
তবে হ্যাঁ আছে আওয়ামিলীগ করলে।
218724
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ভিশু লিখেছেন : এই জাতির জন্য আওয়ামী লীগের চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে?
০৭ মে ২০১৪ রাত ০৯:২১
166692
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম আপনি ঠিকই বলেছেন, গুম-খুন আর সন্ত্রাস বেড়ে যায়, যেন ১৯৭৪ আবার এসেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File